চিন্তন নিউজ:২১শে ফেব্রুয়ারি:সংবাদদাতা মিতালি সরকার জানিয়েছেন– – আজ মায়নাগুড়িতে ” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন করা হলো। পরিচালনায় —- ভারতীয় গণনাট্য সংঘ প্রবাহ শাখা মায়নাগুড়ি। অত্যন্ত সুন্দর একটি সন্ধ্যা তারা আজ উপহার দিয়েছেন মায়নাগুড়ি বাসীকে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভারম্ভ হয় অনুষ্ঠানের। এরপর অমর শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলে। ভারতীয় গণনাট্য সংঘ প্রবাহ শাখা মায়নাগুড়ির সদস্যদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। তারা তাদের অনুষ্ঠানে মায়নাগুড়ির বিশিষ্ট ব্যক্তিত্বদের ” স্মারক সম্মান” প্রদান করেন। সেই সাথে চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও সম্মান জানানো হয়, যারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকেন। সেই সাথে চলে ছোটো ছোটো ছেলে মেয়েদের তুলির টানে আজকের বিশেষ দিনটি, তাদের ভাবনায় তুলে ধরার কাজ। এই বিশেষ দিনটির তাৎপর্য আলোচনা করেন জলপাইগুড়ি হাই স্কুলের শিক্ষক শ্রী কৌশিক গোস্বামী। আবৃত্তি- গান পরিবেশন করে অনেকেই। ” ভিন দেশী তারা” নামে মায়নাগুড়ির একটি ব্যান্ড বাংলা গান গেয়ে মুগ্ধ করে শ্রোতাদের। পরিশেষে ভারতীয় গণ নাট্য সংঘ জলপাইগুড়ি সদর শাখার শিল্পীরা পরিবেশন করেন একটি অত্যন্ত সময়পযোগী মনোজ্ঞ নাটিকা ” সময়ের কথা ” ।
ধূপগুড়ি থেকে সঞ্জিত দে জানিয়েছেন- ২১ ফেব্রুয়ারী- উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার ডাক দিয়ে কামতাপুর আন্দোলন করেছিলেন। জঙ্গি আন্দোলন করে ভয় দেখিয়ে তোলা তোলাও শুরু হয়েছিল।২০১৬ সালে তৃনমুল দলের প্রার্থী হয়ে জিতে বিধায়ক হয়ে তোলা তোলার সুবিধা হয়ে যায়। তবে এবার ধরন আলাদা। এবার চাকরি দেবার টোপ দিয়ে ৮৩ লক্ষ টাকা ঘুষ নেবার অভিযোগে অভিযুক্ত হলেন তৃনমুলের ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়। রবিবার স্থানীয় এক সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে প্রাথমিক স্কুলে এবং জল সম্পদ দপ্তরে চাকরি দেবার নাম করে বেশ কয়েকজন বেকার যুবকের থেকে এই পরিমাণ টাকা তিনি নিয়েছেন এমন কি এই প্রতারণায় নিজের দলের এক গ্রামপ্রধানের থেকেও তার পুত্রের চাকরি দেবার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বিধায়ক। জানা গেছে চাকরি দেবার নামে প্রতারিত যুবক এবং তাদের অভিভাবক টাকা ফেরতের চাপ দিলে বিধায়কের স্বামী কয়েক জনকে ব্যাঙ্কের চেক ধরান কিন্তু বার বার ব্যাংক থেকে চেক বাউন্স হয়ে যায়। দু একজনকে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পত্র দেওয়া হলেও তাতে কোনো স্কুলের নাম না থাকায় জানা যায় সব ভুয়ো।রবিবার ঘটনা প্রকাশ হতেই সন্ধ্যায় এস এফ আই ডি ওয়াই এফ আই বিক্ষোভ মিছিল করে প্রতারক বিধায়কের কুশ পুতুল দাহ করে।
বাস স্ট্যান্ড চৌপথির বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নির্মাল্য ভট্টাচার্য নূরআলম কৌশিক দাম।সংবাদ প্রকাশিত হবার পর ধূপগুড়ি বিধান সভা এলাকায় তিব্র চাঞ্চল্য ছড়ায়।এদিনই মাগুর মারি ১ নং গ্রামপঞ্চায়েতের এক যুবক জানান তাকেও জল সম্পদ দপ্তরে চাকরি দেবার নামে ৭ লক্ষ টাকা নেওয়া হয়েছে কিন্ত আজও নিয়োগ পত্র পাননি।শহরে আলোচনা শুরু হয়েছে ভালো করে তদন্ত করলে পরিমাণ কোটি ছাড়িয়ে যাবে।আরও জানা যাচ্ছে যেখানেই সরকারি প্রকল্প শুরু হয় সেখানেই বিধায়ক নিজে না হলে এজেন্ট পাঠিয়ে ঠিকাদার সংস্থা থেকে তোলা আদায় করেন।ধূপগুড়ি কৃষি নিয়ন্ত্রিত বাজারে বেশ কিছু বড় বড় বিল্ডিং নির্মান হয়েছে এখানেও কয়েক লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছে বলে এই বাজারের অনেকেই বলেন।