বিদেশ

ইরান ট্র্যাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে।


মিতা দত্ত:চিন্তন নিউজ:৫ই জুলাই:-আমেরিকার অন্যদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ সম্পর্কে বিশ্ববাসী অবগত।এই বছরে জানুয়ারি মাসে ট্রাম্প আমেরিকান কংগ্রেসকে অবগত না করেই সম্পূর্ণ একক সিদ্ধান্তে ড্রোন মিসাইল দ্বারা ইরানের মেজর জেনারেল সোলাইমানি কে হত্যা করে ।ট্র্যাম্প বলেছে ,ইরানকে ভয় দেখানোর জন্য এই আঘাত করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের তীব্র ক্ষোভ ফেটে পড়েছে।বিগত কয়েকবচছর যাবৎ এই ড্রোনের সাহায্যে আমেরিকা সমুদ্রপথে তেলের ট্যাঙ্কে আঘাত করেই যাচ্ছে।সৌদি আরবের তেল রিফাইনে ইরান আক্রমণ না করলেও ইরানকে আমেরিকা আক্রমণকারী হিসেবে দোষারোপ করছে। আমেরিকা ইরাকের ওপর সাইবার অ্যাটাক করেছে। ট্রাম্প ট্যুইট করে বলেছে, ইরানের ৫২ টি এলাকা আক্রমণের জন্য চিহ্নিত করা হয়েছে।এ হেন পরিস্থিতিতে ইরান বাধ্য হয়ে মানবতাবিরোধী ট্র্যাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।