চৈতালি নন্দী: চিন্তন নিউজ:৫ই আগস্ট:- মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কর সংক্রান্ত অপরাধের অভিযোগ তুলেছেন নিউইয়র্কের এক আইনজীবী। তিনি মনে করেন ট্রাম্পের সংস্থাটি দূর্নীতি মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। সেখানের সুপ্রীম কোর্টও সংস্থাটির ট্যাক্স রিটার্ন পরীক্ষার পক্ষেই রায় দিয়েছে। ট্রাম্প একে নির্লজ্জ ও অভিসন্ধিমূলক বলে আখ্যা দিয়েছেন।
ট্রাম্প সংস্থা যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তাতে গত আট বছরের ব্যাক্তিগত ও কর্পোরেট হিসাবের তদন্তের দাবি করা হয়েছে ম্যানহাটানের জেলা আইনজীবী সাইরাস ভেন্স এর নেতৃত্বে। আরও বলা হয়েছে গত দশ বছর ধরে সংস্থাটির সম্পর্কে অপরাধ মূলক কাজকর্মের অভিযোগ আসছে। প্রমাণ হিসেবে বিভিন্ন সংবাদপত্রের কাটিং, ব্যাঙ্ক ও বীমা সংস্থার জালিয়াতি সংক্রান্ত খবর পড়ে শোনান। গত সপ্তাহে যে শুনানি হয়েছে তাতে ট্রাম্পের আইনজীবি বলেন এই ঘটনার সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক নেই। রিপাবলিকান প্রেসিডেন্ট একে রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন
এই তদন্তের ব্যাপ্তি পৌঁছে গিয়েছিল প্রাক্তন অভিনেতা স্টর্ম ড্যানিয়েল ও মডেল কানেন ম্যাকডুগাল পর্যন্ত, যারা ২০১৬ র নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার জন্যে অর্থ জুগিয়েছিলেন। এইসব অভিযোগকে অস্বীকার করে ট্রাম্প বলেন এটি আমেরিকার ইতিহাসে একটি কলঙ্কিত তদন্তানুসন্ধান এবং তিনি আইনজীবী ভান্সকে ডেমোক্রেটিক কর্মী বলে অভিহিত করেন।
এরপর এই মামলায় হস্তক্ষেপ করেন ট্রাম্পের পারিবারিক আইনজীবী মার্ক ক্যাসোভিটসের। বলা হয় ট্রাম্প পৈতৃক ও উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অধিকারী। কিন্তু আশ্চর্যের কথা এই যে ঐ আইনজীবীই সাইরাস ভান্সের পুননির্বাচনের জন্যে ৫০০০০ ডলার অর্থ সংগ্রহ করে দেন। এই ঘটনার ভিতরের আসল সত্যিটা এখনও প্রকাশ্যে আসেনি। মিঃ ভান্সের নিজস্ব আইনজীবীরাও তাঁকে প্রচার লোভী বলে বর্ণনা করেছেন। এখন অপেক্ষা কবে এই ঘটনার ভিতরের প্রকৃত সত্যটা উন্মোচিত হয় ও শেষমেশ ঘটনাক্রম কি পরিনতি পায়।