স্বাতী শীল:চিন্তন নিউজ:৭ই ফেব্রুয়ারি:—কেন্দ্র সরকারের অর্থহীন হাস্যকর বাজেটের পর আরও একবার মাথায় হাত পড়তে চলেছে সাধারণ মধ্যবিত্তের। পিপিএফে সুদের হার কমতে চলেছে।শুধু পিপিএফ ই নয় অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প কমতে চলেছে সুদের হার,এমনটাই ইঙ্গিত দিলেন মোদি সরকারের এক শীর্ষ কর্তা।
বর্তমানে এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট _এ ৭.৯% করে সুদ পাওয়া যায়। এস বি আই এর ফিক্স ডিপোজিটে সুদের হার ৬.১শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ৮.৬শতাংশ এবং কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্তর্গত স্কিমের অ্যাকাউন্টে পাওয়া যায় ৮.৪% সুদ।
জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে সরকারি ব্যাংকে সুদের হার কমলেও পিপিএফ সহ স্বল্প সঞ্চয় সুদের হার একই ছিল কিন্তু এবার সেই স্বল্প সঞ্চয়েও কোপ পড়তে চলেছে।
সংবাদ মাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থবিষয়ক দপ্তরের সচিব অতনু চক্রবর্তী জানিয়েছেন যে,বর্তমানে ক্ষুদ্র সঞ্চয়ে জমানো টাকার পরিমাণ ১২ লক্ষ কোটি টাকা যেখানে ব্যাংকে জমা আছে মাত্র ১৪ লক্ষ কোটি টাকা।
ক্ষুদ্র সঞ্চয়ে সুদ বেশি থাকায় মানুষ বর্তমানে ব্যাংকে টাকা রাখতে চাইছেন না। সম্ভবত সে কারণেই মানুষকে ব্যাঙ্কমুখী করার জন্য এই পদক্ষেপ।তবে এই পদক্ষেপ ঠিক কতটা কার্যকরী হয়ে উঠবে সেটা তো সময়ই ঠিক করে দেবে।।