চৈতালী নন্দী: চিন্তন নিউজ:১৩ই নভেম্বর:- বছরে একটি প্রকৃতি সংরক্ষণ দিবস বা বার্ডস ক্লাবের একটি অনুষ্ঠান দিয়ে প্রকৃতিকে সংরক্ষণ করা যায় না। এই বিশাল প্রকৃতিকে বা সেইসব প্রাণীকুলকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, প্রকৃতিই যাদের আশ্রয়স্থল, এই নিয়ে ধারাবাহিক চিন্তাভাবনা চলছে।১৮৯৬ সালের ১২ই নভেম্বর ছিল ডঃ সেলিম আলির জন্মদিন। তাঁকে আমরা চিনি ভারতীয় পক্ষীবিশারদ ও প্রকৃতিপ্রেমী হিসেবে।
আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখন প্রকৃতি ধ্বংসের বিপদ সম্বন্ধে অনেক সচেতন। চিন্তাভাবনাও চলছে অবিরত, কিভাবে রক্ষা করা যায় আমাদের চারপাশের প্রকৃতিকে, যা আমাদের প্রতিদিনের বাঁচার রসদ জোগাচ্ছে। এই প্রকৃতিকে সংরক্ষণ করতে চাই একটি ধারাবাহিক ও সংগঠিত চিন্তাভাবনা ও নিরন্তর গবেষণা যা প্রথম করে দেখিয়েছিলেন ডঃ সেলিম আলি। ভারতের পক্ষীকুলকে নিয়ে জরিপ ও গবেষণার কাজ তিনিই শুরু করেন। এই বিষয়ে তাঁর লেখা বইগুলি পক্ষীবিজ্ঞানের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। এই কৃতিত্বের কারণে তিনি পেয়েছেন ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ সম্মান। আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃতি সচেতনতার পাঠ প্রথম আমরা পেয়েছি তাঁর কাছ থেকেই।