মীরা দাস:চিন্তন নিউজ:১০ই ডিসেম্বর:–সোনার পদক জয়ী ভারতের মহিলা ফুটবল দল পোখরায়, সাউথ এশিয়ান গেমসে। সোমবার ২-০ গোলে হারিয়েছে নেপাল কে । এই খেলার আয়োজক দেশ নেপাল। মহিলা খেলোয়াড় রা দারুন খেলেছেন দক্ষতার সংগে এবং আক্রমনাত্মক খেলেছেন।
২৯ বছরের স্ট্রাইকার ৪ টি ম্যাচে ৫ টি গোল করে সর্ব্বোচ্চ গোলদাতার সম্মানও জিতেছেন। বালা দেবি দুটি অর্ধে একটি করে গোল করেছেন। ম্যাচের প্রথম থেকেই রক্ষনাত্মক খেলে ভারতীয় মেয়েরা।
ভারতের গোলকিপার অদিতি চৌহান একটি গোলও হজম করেননি বরং দুর্দান্ত কিছু সেভ করে দলকে ১-০ এগিয়ে থাকতে সাহায্য করেন।
