দেশ

করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যায় রেকর্ড ভারতের


রূদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:১৩ই আগস্ট:- একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড করলো ভারত ৬৬,৯৯৯ জন। একদিনের আক্রমণের সংখ্যার নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে টপকে ভারত এক নম্বরে পৌঁছালো।

বিশ্বজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার সময় যেমন করোনায় আক্রান্তের সংখ্যা কমছে, একমাত্র ভারতবর্ষে আনলক প্রক্রিয়া শুরু হতেই করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন হুহু করে বাড়ছে।অপরিকল্পিত লকডাউন এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাবই দেশে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩লক্ষ ৯৮ হাজার ১১জন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর পক্ষ থেকে ভারতের দিন দিন করোনার আক্রান্তের সংখ্যা বাড়ায় আশংকা প্রকাশ করেছে। এই মহামারীর কারণে দেশের অর্থ ব্যবস্থা তলানিতে ঠেকেছে। প্রতিদিন দেশে বেকারের সংখ্যাও বেড়ে চলেছে। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এই মহামারীর প্রকোপ থেকে বাঁচা যাবেনা বলে মনে করছেন বিরোধী দলগুলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।