নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২১শে জুলাই:—২০১৮ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান গেমসে ভারতের পদক তালিকায় রদবদল।একটি ইভেন্টে রূপো বদলে হচ্ছে সোনা,অন্য ইভেন্টে ব্রোঞ্জ পাওয়া যাচ্ছে।
সবিস্তারে বলতে গেলে২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ৪×৪০০ মিটার মিক্সড রিলেতে রুপো জিতেছিলেন মহম্মদ আনাস,হিমা দাস,আরোকিয়া রাজীব,এবং এমআরপুভাম্পা ।ঐ ইভেন্টে সোনা ঝুলিয়েছিলেন বাহারিনের রিলে টিম।সম্প্রতি বাহারিনের সোনাজয়ী রিলে টিমের কেমি আদোকিয়া সম্প্রতি ডোপ টেস্টে ধরা পড়েছেন। তাকে চারবছরের জন্য সাসপেন্ড ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় ঐ টিমের সোনা জয় বৈধ নয়। তাই রূপো বদলে সোনা পাচ্ছেন ভারতীয় টিম।
এছাড়া ৪০০মিটার হার্ডলসে ঐ কেমি আকোদোয়া সোনা জিতেছিলেন ব্যক্তিগত ইভেন্টে। সেই পদকটিও নিয়ে নেওয়া হচ্ছে। ঐ হার্ডলস্ রেশে ভারত চতুর্থ স্থানে শেষ করেছিল। এবার চতুর্থ স্থানে শেষ করা ভারতীয় অ্যাথলিট অনু রাঘবন ব্রোঞ্জ পাচ্ছেন।২০১৮ র জাকার্তা এশিয়ান গেমসে অষ্টমস্থানে শেষ করেছিল ১৬টি সোনাসহ ৬৯টি পদক নিয়ে ,অষ্টম স্থানে। এবার হ’ল ১৭টি সোনা সহ ৭০ টি পদক। সামগ্রিক স্থান একই থাকছে।