দেশ

আর‌ও ছত্রিশটি রাফায়েল বিমান কিনছেন ভারত সরকার!!


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৩শসেপ্টেম্বর: বিরোধীদলগুলির বিরোধিতায় কোনোরকম আমল না দিয়ে আর‌ও ৩৬টি রাফায়েল কিনছে মোদি সরকার।সাম্প্রতিক এয়ার ডিফেন্স রিসার্চ উইংয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ২০২০সালের প্রথম দিকে ফ্রান্সের ঐ কোম্পানির সাথে রাফায়েল নিয়ে চ্যুক্তি হ’তে পারে।

সূত্রের খবর ভারত ফ্রান্সের যুদ্ধ বিমান রাফায়েল প্রথম হাতে পাবে ৮ই অক্টোবর। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে এই বিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দে‌ওয়া হবে।

    

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে বিরোধী নেতারা সব থেকে বেশি যে বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলেছিলেন তা হল রাফায়েল। বিরোধীরা বারবার এই বলে আক্রমন করেছিলেন যে, এই বিমান সংক্রান্ত বিষয় নিয়ে মোদী সরকার কারচুপি করে চলেছে এবং এই লেনদেন করার ফলে লাভ যদি কারও হয়ে থাকে তা হল রিলায়েন্স গ্রুপের। মোদী সরকার সাধারণের সরকার নয়। এই সরকার হল উচ্চবিত্তদের সরকার। দাবি ছিল বিরোধীদের।

ভারত সরকার মনে করছে, এতগুলো রাফাল বিমান কেনার সঙ্গে সঙ্গে বায়ুসেনার ক্ষমতা প্রতিবেশী দেশের থেকে অনেকটাই এগিয়ে যাবে। আর শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনা যে কোনও রকম আঘাত করা বা আঘাত থেকে রক্ষা করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে।

এছাড়াও রাফাল বিমান কেনার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লকহীদ মারতিন জেট থেকে বিমান কেনার জন্য ভারত সরকারকে বলে চলেছে বারবার।

তবে দাসো আভিয়েশন এবং মার্কিন যুক্ত রাষ্ট্রের বোয়িং ভারতীয় বায়ুসেনাকে উন্নত করার জন্য প্রস্তুত হয়েই রয়েছে। ভারতীয় বায়ুসেনা যাতে তাদের থেকে যুদ্ধ বিমান কেনে সেই কারণে তারা লোভনীয় অফার নিয়েও প্রস্তুত।

দেশের মানুষ যখন অনাহার,বেকারত্ব,এন আর সি, ভোটার আই কার্ড সংশোধনী, নারী নিরাপত্তা, কৃষক, শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত।তখন এই রাফায়েল কেনাবেচায় আখেরে কার লাভ??এই নিয়ে প্রশ্ন উঠছে।

    

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।