জেলা

আজকের হুগলি জেলার সংবাদ:——-


চিন্তন নিউজ:১৫ই আগস্ট:- আবীর মুখোপাধ্যায়, চিন্তন , পান্ডুয়া, আজ বৈঁচীগ্রাম দেউলপতা ডিওয়াইএফ‌আই” এর আয়োজনে, প্রাক্তন সভাধিপতি প্রদীপ সাহা এবং পঞ্চায়েতের ১০নং সংসদের জনপ্রতিনিধি কমঃ অমিত দাসে মহাশয়ের উপস্থিতিতে বাঁটিকা বৈঁচীতে, মাক্স বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা পরামর্শ। কর্মসূচি পালিত হয়।

আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন:—-মহানাদ গ্রামপঞ্চায়েত এলাকা।পাটনা ভৈরবপুর এলাকাতে সি পি আই(এম) এর পক্ষো থেকে মাস্ক বিলি কর হয়।

রুদ্র চক্রবর্তী :– বাঁশবাড়িয়াডিওয়াই এবং আই বাঁশবাড়িয়া ডানলপ, চন্দ্রহাটি লোকাল কমিটির অন্তর্গত পাঁচটি ইউনিট এর পক্ষ থেকে চুয়াত্তরতম স্বাধীনতা দিবস পালিত হল।।। ‌

শুভ্র রায়:—- হিন্দমোটর__হিন্দমোটর এলাকার গর্ব ডাঃ শুভাগত।। করোনা কালে যখন বেশীরভাগ ডাক্তার বাবু রা চেম্বার এ আসেন নি তখন ডাঃ শুভাগত সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে একভাবে রোগী দেখে চলেছেন।। শুধু তাই নয় করোনা কালে কমিউনিটি কিচেন চালানোর জন্য প্রায় লক্ষাধিক টাকা দিয়ে সাহায্য করেছেন। এছাড়াও ডাঃ শুভাগত বিভিন্ন সমাজ সেবা মুলক কাজে যুক্ত এবং সবসময় গরীব মানুষের পাশে থাকেন।।।

আবীর মুখোপাধ্যায়:-, আজ পাণ্ডুয়ার সান্ডুয়া গ্রামে১০০ গরীব পরিবারের কাছে সিপিআই (এম) নেতা কর্মী দের উদ্যোগে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সুপর্না রায়:—– চুঁচুড়া_ দিন দশেক আগে সিধু কানহুর একটি মুর্তি ভাংচুর করেছিল কিছু দুষ্কৃতি।। স্থানীয় লোকজন এর বিরুদ্ধে সরব হলে পুলিশ দশ দিন সময় চায় দূষ্কৃতি দের ধরার জন্য।। যথারীতি ব্যার্থ হয়।।এর প্রতিবাদে কয়েক শো আদিবাসী পান্ডুয়ার জিটি রোড অবরোধ করে রাখেন।।পরে পুলিশ আধিকারিক রা আশ্বাস দিলে অবরোধ তোলে । গত ৩রা আগষ্ট রাতের অন্ধকারে একদল দুষ্কৃতকারীদের পান্ডুয়া ব্লকের তিরা পঞ্চায়েত এর দশবন্ধু এলাকায় জি টি রোডের ধারে একটি সিধু কানহু রং মূর্তি ভাংচুর করে।। পুলিশ সময় দিয়েছিল কিন্তু যথাসময়ে দুষ্কৃতি দের ধরতে পারেনি।।

সুপর্না রায় :– শ্রমিক অসন্তোষ আর তার কারন দেখিয়ে সাময়িক ভাবে প্রায় দেড় বছর আগে “গ্যান্জেস ভ্যালি ফুডস প্রাইভেট লিমিটেড”” নামে একটি বিস্কুট কারখানা বন্ধ করে দেওয়া হয়।। এর পর আর কোন কথা চিন্তা না করে কারখানা টি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো।। কতৃপক্ষের একতরফা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওই কারখানার শ্রমিকরা।। তারা অনশনের কর্মসূচি নিয়েছে।। শ্রমিকদের বক্তব্য এই কারখানা টি খুবই ভালো চলছিল কিন্তু মালিকদের হঠকারী সিদ্ধান্ত এর জেরে শ্রমিকরা এই দুর্দশাতে পড়েছে।। ‌‌ ‌

ইটাচুনা এরিয়াকমিটির উদ্যগে মারশিটমোরে ১৫ই আগষ্ট ৭৪তমস্বাধীনতা দিবসে দেশের গনতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখার শপথ গ্রহণ কর্মসূচী পালন করা হলো |।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।