দেশ

যোগীর রোষে ডাঃ কাফিল খানের নাম অপরাধীর তালিকায়।


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ: ১ লা ফেব্রুয়ারী –  ২০১৭ সালে গোরক্ষপুর জেলা হাসপাতালে অক্সিজেনের অভাবে শতাধিক শিশুর মর্মান্তিক  মৃত্যুর  তদন্ত চেয়ে অভিযোগ করেছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ কাফিল খান।সেই কারণে  তাঁকেই আদিত্যনাথ সরকার ঘটনার দায়ে অভিযুক্ত বলে গ্রেফতার করেছিলেন। আসলে প্রকৃত অভিযুক্তদের সেদিন আড়াল করা হয়েছিলো তাঁকে গ্রেফতার করানোর মধ্য দিয়ে। পরে ২০১৯ সালের সেপ্টেম্বরে কাফিলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ থেকে রেহাই দিয়ে নির্দোষ ঘোষণা করা হয়। তা সত্ত্বেও উত্তর প্রদেশ সরকার নতুন করে তদন্তের নির্দেশ দেয় ও এরপর থেকে একাধিক মামলায় তাঁকে জড়িয়ে দেওয়া হয় মিথ্যাভাবে।

এবার গোরক্ষপুর জেলায় ৮১ জন অপরাধীর তালিকায় ডা. কাফিল খানের নাম যুক্ত করা হলো। ওঁর ভাই আদিল খানের বক্তব্য,  তার দাদার বিরুদ্ধে অপরাধের তালিকা খোলা হয়েছিলো বিগত বছরের ১৮ ই জুন থেকে,  কিন্তু সেই তথ্য মিডিয়াকে দেওয়া হয় গত শুক্রবার।

উল্লেখ্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ২০১৯ এর ১০ ই ডিসেম্বর  সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় দেওয়া ভাষণের জন্য ২০২০ র জানুয়ারি  মাসে ডা. কাফিল খানকে গ্রেফতার করা হয়,তিনি জাতীয় সুরক্ষা আইনের কঠোর ধারায় অভিযুক্ত হন। কিন্তু  সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্ট  এন এস এতে কাফিলের গ্রেফতার খারিজ করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন, তার সাথে জানিয়ে দেওয়া হয়েছিলো যে, এ এম ইউতে দেওয়া ভাষণে তিনি ঘৃণা, বিদ্বেষ বা হিংসা ছড়ানোর কোনটাই দেননি।

অপরাধীর তালিকায় তাঁকে অন্তর্ভুক্তির প্রসঙ্গে  ডা. কাফিল খান বলেন, তাঁর ওপর নজরদারি চালানো হলে দুটো নিরাপত্তারক্ষী পাওয়া যাবে যারা তাঁকে ২৪ ঘন্টা নজরে রাখবে ফলে মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া যাবে। ভিডিও বার্তায় তিনি বলেন, তাঁকে গোরক্ষপুরের বাবা রাঘব দাশ মেডিকেল কলেজে যেন পুনর্বহাল করা হয় তার জন্য রাজ্য সরকারকে লিখিত আবেদন করেছেন।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।