তুলসী কুমার সিনহা;চিন্তন নিউজ;১৮ই ডিসেম্বর:– নতুন কৃষি আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশের কৃষকরাও আন্দোলনে সামিল। এই আন্দোলন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য যোগী প্রশাসন চেষ্টা শুরু করেছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য ভারতীয় কৃষক ইউনিয়ন (অসলী) জেলা সভাপতি রাজপাল সিং যাদব এবং কৃষক নেতা জয়বীর সিং, ব্রহ্মচারী যাদব, সতেন্দ্র যাদব, রাউদাস এবং বীর সিংহ-সহ আরও অনেক কৃষক নেতা কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষি আইন নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করে চলেছেন। এই আন্দোলনকে দমন করতে উত্তরপ্রদেশের সম্বল জেলা প্রশাসন জেলার ছয় কৃষক নেতাকে মিথ্যা অভিযোগে ৫০,০০০ টাকা করে ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার জন্য নোটিশ জারি করেছে। । মহকুমা ম্যাজিস্ট্রেট দীপেন্দ্র যাদব বলেছেন, “হায়াতনগর থানা থেকে আমরা একটি প্রতিবেদন পেয়েছি যে কিছু লোক কৃষকদের উসকে দিচ্ছে এবং সেখানে শান্তি লঙ্ঘন হতে পারে, এবং তাদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড পূরণ করতে বলা উচিত।”
মিঃ যাদব আরও বলেন পঞ্চাশ লক্ষ পরিমাণটি বেশি মনে হওয়ায় পরে থানার ইনচার্জ আরও একটি প্রতিবেদন দেয় এবং তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে বলা হয়। পুলিশ কর্তৃক দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ১১১ ধারা (যে কোনও ব্যক্তি যিনি শান্তি লঙ্ঘন করতে পারে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদেশ) এর আওতায় নোটিশ জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বি কেইউ (আসলি) নেতা রাজপাল সিং যাদব বলেন “আমরা যাই হোক না কেন বন্ডগুলি পূরণ করব না।” “সরকার আমাদের ফাঁসি দিতে পারে বা কারাগারে পাঠাতে পারে। আমরা কৃষকদের অধিকারের জন্য লড়াই করছি।” বি কে ইউ (আসলি) বিভাগের সভাপতি সঞ্জীব গান্ধী বলেন যে তাদের বা তাদের পরিবারের কেউই বন্ডে সই করেননি আর করবেও না।