বিদেশ

সুইজারল্যান্ডে উঠে গেল ‘বোরখা প্রথা.’…….মুসলিম মহিলারা স্বস্তিতে


গোপা মুখার্জী: চিন্তন নিউজ :৮ই মার্চ:-আজ আন্তর্জাতিক নারী দিবসে সুইজারল্যান্ভের মুসলিম নারীরা ফিরে পেলেন তাঁদের অধিকার। জনসমক্ষে বোরখা বা নিকাব না পরার স্বাধীনতা অর্জন করলেন তাঁরা।

দীর্ঘদিন ধরে চলে আসা এই অযৌক্তিক বোরখা প্রথার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা ।তাঁদের মতে জনসমক্ষে বোরখা পরে সারা শরীর আচ্ছন্ন করে রাখলে তাঁদের অধিকার খর্ব হয় ।

অবশেষে গতকাল একটি গণভোটের মাধ্যমে জনসমক্ষে ‘নিকাব প্রথা’ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।এর ফলে এ দেশের মুসলিম মহিলারা আর পাবলিক প্লেসে মুখ ঢেকে যাবেন না। শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।