নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:২৪শে মার্চ:—- রামপুরহাট গণহত্যা কান্ড ঘটে গেছে গত২১ শে মার্চ রাত্রিতে। সরকারি মতে দশটা দগ্ধ লাশ হ’লেও স্থানীয় দের বক্তব্য শিশু ও মহিলা সহ সংখ্যা টা অনেক বেশি। প্রত্যক্ষদর্শীরা বলছেন এলাকার পরিচিত তৃণমূল এর একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ঘর বন্ধ করে তরল দাহ্য পদার্থ ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। তিন মিনিটের দূরত্ব এরকম স্থানে দাঁড়িয়ে দেখেছে একদল পুলিশ ।এই খুনের নৃশংসতা র কথা স্থানীয় মানুষ মিডিয়ার সামনে বারবার বলেছেন।পুলিশ প্রশাসনের কোনরকম সহায়তা গ্রামবাসী পাননি। এলাকা আতঙ্কগ্রস্ত। জেলার তৃণ নেতা অনুব্রত মণ্ডল টিভি ফেটে আগুন লাগার আজগুবি তত্ব প্রচার করার চেষ্টা করে গেছেন প্রথম দিন থেকেই।
এতদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী আজ রামপুরহাট যাচ্ছেন। রামপুরহাটে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী কোথায় কি কারণে যাচ্ছেন তা কি তিনি বা তাঁর অনুগামীরা ভুলে গেলেন? প্রশ্ন উঠছে, রামপুরহাট এখন শ্মশানপুরি অথচ মুখ্যমন্ত্রীর অভ্যর্থনার জন্য তৈরি হয়েছে তোরণ!