শ্যামল চ্যাটার্জী: চিন্তন নিউজ:৮ই অক্টোবর:- গত বছর জুলাই মাসের শেষের দিকে দীঘার সমুদ্রের জলের রঙ পাল্টে যাচ্ছে। সবাই চিন্তিত। পর্যটকেরা ভয়ে জল নামছেন না। এরপর আমফানের পর দীঘার সমুদ্রের উপর ভেসে চলছে সাদা বরফের চাদরের মতো কিছু। আবার সবাই চিন্তিত। কিন্তু এই দুটোই কোন চিন্তার কারণ নয় আমাদের আশস্ত করেছিলেন প্রথিতযশা সমুদ্রবিজ্ঞানী আনন্দদেব মুখোপাধ্যায়। এই সমুদ্র নিয়ে বহু অজানার উত্তর আমরা পেয়েছি এই মানুষটার কাছ থেকে। কিছুদিন আগেই এই মানুষটি কঠোর সমালোচনা করেছিলেন নতুন কেন্দ্রীয় শিক্ষানীতির। ৮১ বছর বয়সেও পথে নেমেই বিভিন্ন সামাজিক আন্দোলনে থাকতেন।
তিনি ছিলেন বিদ্যাসাগর ফাউন্ডেশনের সভাপতি, বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটিরও সভাপতি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, জাতীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক।
না, এইবার আমাদের নতুন কোন মানুষকে খুঁজতে হবে। অনেক অজানাকে জানার জন্য। কারণ, আমাদের মধ্যে আর নেই আনন্দদেব মুখোপাধ্যায়।
আজ (৮ অক্টোবর ২০ / বৃহস্পতিবার) সকালে নাইটঙ্গেল নার্সিংহোমে তিনি কোভিড আক্রান্ত হয়ে মারা যান। বয়স ছিল ৮১। দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। স্ত্রী প্রয়াত হয়েছেন আগেই। একমাত্র কন্যা থাকেন আমেরিকায়। ফলে এখানে নিকটজন বলতে তেমন কেউ ছিল না তাঁর। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর চিকিৎসকের পরামর্শে ভরতি হন নার্সিংহোমে। সেখানেই ১০ দিন ধরে যুদ্ধ চলছিল। তবে সবরকম চেষ্টার পরও করোনার কবল থেকে প্রবীন শিক্ষাবিদকে রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। আজ সকালে নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমেরিকায় মেয়েকে এই দুঃসংবাদ জানানো হয়েছে। জানা গিয়েছেন, কোভিড প্রোটোকল মেনেই আনন্দদেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।