চিন্তন নিউজ:২৫শে মে :- “বলরে জবা বল- কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল” ‘- হ্যাঁ , যখন সাম্প্রদায়িকতার নোঙরা খেলায় মত্ত একদল মানুষ, যখন তারা ঐ হিঙস্র, নোঙরামীর পক্ষে বিভিন্ন যুক্তির অবতারণা করছেন, ঠিক সেই সময় কালী/ শ্যামা পৃজোর প্রতিটি প্যাণ্ডেলে শিল্পী পান্নালাল ভট্টাচার্যের কন্ঠে বেজে চলেছে সেই শ্যামা সঙ্গীত। যারা ঐ অশুভ তর্কে লিপ্ত তারা একবারও কি জানার চেষ্টা করেন’ এ গান কার রচনা?
তৎকালীন সমাজের কুসংস্কার, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সরকার বিরোধী মনোভাব জাগ্রত করা,সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র আওয়াজ ই মনে হয় তাঁকে ” বিদ্রোহী কবি ” এই নামে পরিচিত করে তুলেছিল।
” বলো বীর- বলো উন্নত মম শির” ‘ আমি সেই দিন হবো শান্ত- যবে উৎপীড়িতের ক্রন্দন রোলে আকাশ বাতাস ধ্বনিবে না” আজকের দিনে আজকের অবস্থার পরিস্থিতি দেখে মনে হচ্ছে- তা হলেকি কবি সব ই আগাম অনুমান করতে পেরেছিলেন?
সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আজ সারা দেশে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। সামাজিক ও অর্থনৈতিক উৎপীড়ণ যে কোন পর্যায়ে গেছে , দেশের সাধারণ মানুষ ও দিনের পর দিন পথ চলা পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার গুলোর দিকে তাকালে সহজেই অনুমেয়। এক ই দেশ, কিন্তু তবুও মনে হচ্ছে যেন, তার মধ্যে আছে দু টো দেশ। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম আজ তো আমাদের মধ্যে নেই।
কার লেখনীতে থাকবে এ সব? কবি র জন্মদিন এ আজ আবার মনে হচ্ছে কবি যদি তুমি থাকতে ? কিন্তু সময় তো বড়ো ই নিষ্ঠুর। কবি র জন্মদিনে আরেকবার জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। কবির চিন্তা ভাবনা ছড়িয়ে পড়ুক সব মানুষের চিন্তায় , মননে ।