কলমের খোঁচা

কমরেড সুচিস্মিতা সরকার স্মরণে


আশীষ কংসবনিক: চিন্তন নিউজ: ৫ই অক্টোবর:- কমরেড সুচিস্মিতা( জন্ম – ৭ই সেপ্টেম্বর, ১৯৯৭, মৃত্যু – ১লা অক্টোবর, ২০২০ ) ছোটবেলা থেকেই ডানপিটে স্বভাবের ছিল। স্কুল জীবনের পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা শুরু করেছিল। লড়াকু, দৃঢ়চেতা , অথচ হাসিখুশি স্বভাব ওকে মানুষের কাছে আপন করে তুলেছিল।

ছাত্রী অবস্থাতেই ও রাজনীতির সংস্পর্শে আসে যোগদান করে ভারতের ছাত্র ফেডারেশনে। এস.এফ.আই-এর দীর্ঘ লড়াই আন্দোলনের সাথী ও। করোনা আবহে লকডাউন শুরু হবার সময় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন বালি জগাছা উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে চালু করা কমিউনিটি কিচেন চালনা করা এবং পীড়িত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওর অবদান অনস্বীকার্য। শুধু তাই নয় গরীব মহিলাদের বাড়িতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া থেকে শুরু করে মুমূর্ষু রোগীকে রক্ত পৌঁছে দেওয়া সব কাজেই ও ছিল একজন অগ্রণী সৈনিক। এই সময়ে কমরেড সুচিস্মিতা যোগদান করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে। সংগঠনের সকল কর্মসূচীতে নিয়মিত যোগদান এবং সেই কর্মসূচিগুলোতে বাস্তবায়নের ক্ষেত্রে ওর উদ্যোগ গ্রহণ ছিল অপরিসীম।

কিন্তু গত ১লা অক্টোবর এক ভয়ঙ্কর পথদুর্ঘটনায় কমরেড সুচিস্মিতা আমাদের ছেড়ে চলে গিয়েছে। কমরেড শুচিস্মিতার মৃত্যু হলেও মৃত্যু হয়নি তাঁর আদর্শের তার দেখা স্বপ্নের। তাঁর কমরেডরা আগামী দিনে তার দেখা স্বপ্নকে পূরণ করবার জন্যই লড়াই চালিয়ে যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।