জেলা

মানুষের কাজে,মানুষের সহায়তায়



মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:৩রা মে :- গতকাল থেকে ফাঁসিদেওয়াতে কমিউনিটি কিচেনের মাধ্যমে এলাকার মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে ।

আজ শিলিগুড়ির হাকিমপাড়া ও আশ্রমপাড়া এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন চেতনাসমৃদ্ধ বন্ধু ও সামাজিক সচেতনতা মানুষের সহযোগিতায় ও ডিওয়াইএফ‌আই বাগডোগরা গোসাইপুর লোকাল কমেটির কমরেড দের উদ্যোগে গোঁসাইপুর এর সারদাকলোনী তে ১৪০টি প্রান্তিক পরিবারের হাতে কিছু ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন যুব নেতা দীপঙ্কর দাস সহ অন্যান্যরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।