জেলা রাজ্য

ব্যাক্তিগত উদ্যোগে, পরিবারের সাথে আমফান বিধ্বস্ত মৌশুনি অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন, অপূর্ব কুমার মন্ডল


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২রা জুলাই:– গত ২৯ শে জুন ২০২০ সোমবার দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত নামখানা ব্লকের মৌশুনী নামক চারিদিকে নদী ঘেরা বিচ্ছিন্ন এক অঞ্চলে আম্ফান ঝড়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ২০০ -র বেশি পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী, সার্ফ,মাক্স,ও আর এস, হ্যালোজেন, নতুন লুঙ্গি, গামছা, শাড়িসহ ১২টি দ্রব্যের দুটি করে প্যাকেট অসহায় মানুষের হাতে তুলে দেন অপূর্ব কুমার মন্ডল, তাঁর পিতা প্রভাত মন্ডল, ও অপূর্ব কুমার মন্ডলের স্ত্রী শেফালী মন্ডল (সরকার)। অপূর্ব কুমার মন্ডল ও শেফালী মন্ডল( সরকার) একেবারে নিজস্ব উদ্যোগে প্রায় দুই লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী এই মৌশুনী অঞ্চলের অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।

অপূর্ব কুমার মন্ডল সি,পি, আই(এম)সোনারপুর উওর এরিয়া কমিটির সম্পাদক, তাঁর পিতা প্রভাত মন্ডল সি,পি,আই(এম) দক্ষিণ ২৪ পরগণার জেলা কমিটির সদস্য ছিলেন। মৌশুনী অঞ্চল তাঁর জন্ম ভূমি। জন্ম স্থানের মানুষের দুঃখ, কষ্ট তাঁকে ব্যথিত করে। তাই এই অঞ্চলের অসহায় মানুষের কষ্টের সঙ্গী হতে অপূর্ব কুমার মন্ডল ও তাঁর স্ত্রী শেফালী মন্ডল ( সরকার ) যৌথ ভাবে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।কর্মসূচীর শুরুতে মৌশুনী অঞ্চলের গনআন্দোলনের বষীর্য়ান নেতা প্রভাত মন্ডল ও শেফালী মন্ডল (সরকার)এলাকার অসহায় দরিদ্র মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে এই প্রান্তিক মানুষ গুলোর পাশে থাকার অঙ্গীকার করেন। এই ত্রাণ বিলির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য দৈহিক ভাবে তদারকি করে সাহায্য করেছেন এই অঞ্চলের বাগডাঙ্গা গ্রামে অবস্থিত নবদিগন্ত ক্লাব ও সবুজ সঙ্ঘ ক্লাবের সদস্যরা। কর্মসূচী শেষে অপূর্ব কুমার মন্ডল ও তাঁর পরিবারের লোকেরা এই ক্লাবের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।