রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

দীর্ঘদিনের বকেয়া দাবি আদায় না হলে বড় আন্দোলনের ডাক অধ্যাপকদের


চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ২৮ জুলাই: সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে বহু রাজ‍্য কলেজ বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ইউজিসি বেতনক্রম চালু করেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলায় অধ্যাপকরা সেই বর্ধিত হারে বেতন থেকে দীর্ঘকাল বঞ্চিত রয়েছেন। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টও তারা এযাবৎ কাল প্রকাশ করতে পারেননি।

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মতো বেতন অবিলম্বে চালু করা সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক ও গ্রন্থাগারিকদের সুনির্দিষ্ট বেতনক্রম চালু করার দাবিতে শুক্রবার বিকাশ ভবনের অদূরেই ছয় ঘন্টা অবস্থানে বসেন অধ্যাপকরা। এই অবস্থানে সামিল ছিলেন ওয়েবকুটা সহ সরকারি কলেজ শিক্ষক সংগঠন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংগঠনগুলি।

তাঁদের পেশগত দাবী ছাড়াও ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ, স্থায়ী শিক্ষক নিয়োগ সহ অতিথি ও আংশিক সময়ের শিক্ষকদের দাবী দাওয়া সমূহ। দাবি দাওয়া ছাড়াও শিক্ষাঙ্গনে শিক্ষক হেনস্থা ও সাম্প্রতিক হীরালাল পাল কলেজে শিক্ষক নিগ্রহের নিন্দা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে এই যে নৈরাজ্য ও বিশৃঙ্খলতার বাতাবরণ গত সাত আট বছরে তৈরি করা হয়েছে তা থেকে তার থেকে মুক্তির দাবি ও করা হয়।

গত কয়েক বছর যাবৎ শিক্ষকদের সঙ্গে অসম্মান আচরণ করছেন বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা। মুখ‍্যমন্ত্রীও তাদের মধ‍্যে রয়েছেন।রাজনৈতিক প্রশ্রয়ে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে অবাধে দুষ্কর্ম চালাচ্ছে ছাত্র নামধারী একদল বহিরাগত। অধ্যাপকদের পেশাগত সুযোগ সুবিধা ছাড়াও এই নৈরাজ্য থেকে শিক্ষাঙ্গনে মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলে দাবি জানান তারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।