সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ ২৩শে আগস্ট:- শহরের বুকে দেখা গেল পুলিশের মানবিক মুখ। গত ২১তারিখ লকডাউনের দিত্বীয় দিন হাওড়া ব্রিজে চলছিল নাকা চেকিং । এই সময় দেখা যায় একটি বাইক আসছে। সেই সময় কর্তব্যরত অফিসার ও যে সমস্ত পুলিশ ছিলেন সেই বাইককে দাঁড় করান । তার গায়ে ছিল রক্তের দাগ এই রক্ত কোথা থেকে আসলো পুলিশ কর্তারা প্রশ্ন করলে তিনি বলেন,তাঁর ১১ বছরের ছেলে থ্যালাসেমিয়া আক্রান্ত তার জন্য রক্ত আনতে কলকাতা পদ্মপুকুর থেকে আসছিলেন সেই সময় আক্সিডেন্ট হয় শুভেন্দু বাবুর । স্বেচ্ছায় রক্ত দাতা না পেয়ে তিনি ঠিক করেন নিজে রক্ত দান করে তার ছেলে সুপ্রিয়’র জন্য রক্ত আনবেন।
২০ দিন অন্তর অন্তর সুপ্রিয়’র রক্ত লাগে । সব শোনার পর সেখানে উপস্থিত সিভিক ভলান্টিয়ার মহম্মদ নিজামুদ্দিন তাকে রক্ত দিতে মানা করেন এবং বলেন শুভেন্দুবাবুর বদলে তিনি রক্ত দেবেন । সেই সময় কর্তব্যরত অফিসার শুভেন্দুবাবুর সঙ্গে সিভিক ভলান্টিয়ার মহম্মদ নিজামুদ্দিনকে পাঠান । এরপর মহম্মদ নিজামুদ্দিন “এ” পজিটিভ রক্ত দিয়ে “ও” পজিটিভ রক্ত নেন শুভেন্দু বাবু। এর ফলে ১১ বছরের সুপ্রিয় রক্ত পায় ।
এর থেকে পুলিশের মানবিক মুখ যেমন উঠে এসেছে তেমনি রক্তের কোন জাত ধর্ম কিছু হয় না তা পরিস্কার।