জেলা

কালা কৃষক বিল,সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সুবিশাল মিছিল


অচ্যুত চক্রবর্তী-চিন্তন নিউজ-২২শে সেপ্টেম্বর:- কলকাতার রাজপথে লাল পতাকা দেশের সাম্প্রদায়িক ও দেশী-বিদেশী কর্পোরেটদের তোষণকারী সরকারের কালা কৃষক বিল, শ্রমিকদের অধিকার কেড়ে নেবার সংশোধনী বিল বাতিলের এবং সংসদীয় ব্যবস্থাকে তোয়াক্কা না করে, বিরোধীদলের সাংসদের অন্যায়ভাবে সাসপেন্ড প্রত্যাহারের দাবিতে দক্ষিণ কলকাতার হাজরাপার্ক থেকে সিপিআইএম, কলকাতা জেলার ডাকে সুবিশাল- সুসজ্জিত- স্লোগান মুখরিত মিছিলের মধ্য দিয়ে পথচারী,দীর্ঘ যানজটে আটকে থাকা যাত্রীরা সবাই নানা ভঙ্গীমায় স্বাগত জানিয়ে মিছিলের দাবীগুলো নিজের দাবি বলে জানান দিয়েছে। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের জেলা সম্পাদক কম কল্লোল মজুমদার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।