মীরা দাস, চিন্তন নিউজ, ৫ জুলাই: হাওড়ার ঐতিহাসিক বাকল্যান্ড সেতুর বয়স এখন প্রায় ৮৬ বছর। রেল কর্তৃপক্ষ সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছে সুস্থ থাকার সময় সীমা পেরিয়ে গেছে। তাই ব্রিটিশ আমলের সেতুটি ভেঙে ফেলা হবে ও তার পাশেই বিদ্যাসাগর সেতুর মতো আধুনিক কেবল স্টেড ব্রিজ তৈরী করার পর পুরোনো সেতুটি ভেঙে ফেলা হবে। এই রকম টিকিয়া পাড়ার কাছে বামন গাছি সেতু ভেঙে নতুন সেতু তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ, এবং তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
১৯৩৩ সালে তৈরী হয়েছিল বাকল্যান্ড সেতু। এই সেতুটি তৈরী করেছিল ইস্টইন্ডিয়া রেলওয়ে। সেতুটিকে বাকল্যান্ড ব্রিজ নাম দেওয়া হলেও, কালক্রমে সেতুটি বিভিন্ন নামে পরিচিত হয়ে ওঠে। সেতুর নিচ থেকে মার্টিন রেল গেছে বলে মার্টিন সেতুও বলা হয়। পরে সেতুটির নাম হয় চাঁদমারি সেতু। এখনও রেলের লোকজন চাঁদমারি সেতু বলে। পরবর্তী কালে হাওড়া শহরাঞ্চলে লোকজন বাঙালবাবুর ব্রিজ বলে ডাকে। কিন্তু ঐতিহাসিক সেতুটি ভেঙে না ফেলে আমূল সংস্কার করা গেলে খুব ভালো হতো বলেই অনেকের মত।
পূর্ব রেলের ডি.আর.এম. বলেন যতদিন না নতুন সেতু তৈরী হচ্ছে ততদিন ঐ সেতু দিয়েই যানবাহন চলাচল করবে। নতুন সেতু তৈরী হবার পর পুরোনো সেতুটি ভেঙে ফেলা হবে।