চিন্তন নিউজ-২১শে সেপ্টেম্বর:– সৌমেন বাগ–সমগ্র জেলায় সঙ্গে মোট ৯ টি জায়গায় “ভারতীয় গণনাট্য সংঘ (পশ্চিমবঙ্গ)” এর ডাকে “আর এক আরম্ভের জন্য” অনুষ্ঠান হলো আজ।
বাউড়িয়া “মশাল” শাখা তার ব্যতিক্রম নয়।বাউড়িয়া বউলখালী শিবতলায় আজকের অনুষ্ঠানটি হয়। কিন্তু,অন্য শাখার সঙ্গে এই অনুষ্ঠানের মূল পার্থক্য ছিলো …..”মশাল”শাখার প্রাক্তন সভাপতি ডা: অজয় অধিকারীর স্মরণসভা। তবে,গতানুগতিক স্মরণসভা নয়……কথা,কবিতা,গানে, নৃত্যে ও নাটকে স্মৃতিচারণা হয় কমরেড অজয় অধিকারীর।এই অনুষ্ঠানে যেমন মশাল শাখার নিজস্ব শিল্পী এবং তাঁদের সৃষ্টি ছিলো।পাশাপাশি,এলাকার প্রথিতযশা শিল্পীরা ছিলেন। উপস্থিত ছিলেন কবি দীপক জানা,বিমলচন্দ্র সরদার; আবৃত্তিকার শর্মিষ্ঠা ঘড়া। উপস্থিত ছিলেন সংগীত-শিল্পী পবিত্র দাস,মিঠু ধর,চঞ্চল পাড়ুই ও লক্ষী জেঠি এবং সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম নেতৃত্ব কমরেড সুনীল আদক।শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের সভাপতি ও জেলা-নেতৃত্ব দীপক রায়।
সংগঠনের এই মুহূর্তের দাবিগুলি নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সৌমেন বাগ।স্মৃতিচারণা করেন কবি দীপক জানা,সুজয় অধিকারী,শৈলেন্দ্রনাথ জানা প্রমুখজন।নৃত্যে মশালের খুদে সদস্যা দুজন এঞ্জেলও পৌষালী।সবশেষে,নাটক পরিবেশিত হয় “একটি মাথা,দুটি ছাতা।”নির্দেশনা:- স্বপন জানা।
সংবাদদাতা—প্রণব কুমার দাস।:- সাংস্কৃতিক কর্মীদের মিলিত আহ্বান – “আর এক আরম্ভের জন্য” : সারা বাংলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মধ্য হাওড়ার সংস্কৃতি কর্মীরাও আজ পথে নেমেছে । মধ্য হাওড়া পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে মিলিত হয়েছিল নীলমণি মল্লিক লেনে গান , আবৃত্তি ও নাচের মাধ্যমে এই অন্ধকার কেটে আলোর পথ খোঁজার সন্ধানে ।
সংবাদদাতা স্নেহাংশু ঘোষাল:সংস্কৃতিকর্মীদের মিলিত আহ্বান….আর এক আরম্ভের জন্য।
অপরিকল্পিত লকডাউনে সংস্কৃতিকর্মীদের চরম দুর্দশায় ফেলেছে। সরকার এর কাছে তাদের আর্থিক সাহায্যের জন্য সুনির্দিষ্ট দাবী জানান হল ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চীমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর পক্ষ থেকে।আজ সারা বাংলার সঙ্গে,হাওড়া জেলার জগৎবল্লভপুরের মাজু রামনারায়ণ বসু উচ্চ বিদ্যালয়ের প্রার্থনাকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
(৪)শ্যমপুর সংস্কৃতি চক্রের আয়োজন এ আজকের অনুষ্ঠানে র কিছু মুহূর্ত । জানাচ্ছেন মৌসুমী চক্রবর্তী।
সংবাদদাতা—মনোরঞ্জন মাকাল:- হাওড়া জেলার উলুবেড়িয়া শিশু বিকাশ কেন্দ্রের লাইফ ফার্মাসিউটিক্যালস কারখানায় সাসপেনশন হওয়া শ্রমিকদের ২২ দিন অবস্থান চলছে। অবস্থানরত শ্রমিকদের সংহতি জানাতে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলার পক্ষ থেকে মীনা ঘোষ মুখার্জি, অঞ্জলী দাস, অর্পিতা চক্রবর্তী, শিপ্রা দত্ত আসেন এবং আন্দোলনরত শ্রমিকরা মহিলা নেত্রীদের অভিনন্দন জানান লড়াই সংগ্ৰামে পাশে থাকার জন্য।
সংবাদদাতা—-লাল্টু ঘোষ:-এশিয়ার বৃহত্তম হাট হাওড়ার মঙ্গলাহাট, ঐতিহ্যে সুপ্রাচীন। বস্ত্রসম্ভারে, আধুনিকতায় নজরকাড়া এই হাট। হাওড়া ময়দান চত্বর প্রতি মঙ্গলবার জমজমাট রূপ ধারণ করত বিগত দিনগুলোতে। করোনা আবহে লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতির শীর্ষে পৌঁছেছে ব্যবসা, বড়-ছোট-মাঝারি ব্যবসায়ীদের হতাশা চরম পর্যায়ে! শারদোৎসবের প্রাক লগ্নে কোটি কোটি টাকার লেনদেন আজ স্তব্ধ! কারিগরদের কাছে অবিক্রীত মজুত পাহাড়প্রমাণ! অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলাহাট চালু করার দাবিতে আজ সিটুর উদ্যোগে দক্ষিণ হাওড়ার মৌখালীতে জনসংযোগ ও সই সংগ্ৰহের কাজ চলল।