জেলা

সংবিধান রক্ষার শপথে হাওড়া-


চিন্তন নিউজঃ ১৬ ই আগস্ট:- সৌমেন বাগ:- নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উলুবেড়িয়া পূর্বচক্র-এর উদ্দ্যোগে ত্রাণবিলির কর্মসূচী পালিত হয় বুড়িখালী সমিতির অফিসের সামনে।

জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান, শিক্ষক-শিক্ষিকাদের সংগীত, কবিতা, কথার মধ্য দিয়ে এই ত্রাণ-বিলির কর্মসূচী শুরু হয়।

এই পর্যায়ে মোট ১৩০ জন মিড-ডে-মিল কর্মচারী ও এলাকার রিকশাচালক ভাইদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। ১২ রকম নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সঙ্গে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক। শিক্ষক সমিতির চক্র-সম্পাদক জানান যখন অপরিকল্পিত লক-ডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে সরকার নেই , তখন বামপন্থীরা ঠিক এইভাবেই থাকবে আগামীদিনেও তাঁরা।প্রশাসন যখন কোয়ারেন্টাইনে, গোটা রাজ্য জুড়ে অগ্ৰণী সৈনিকের ভূমিকায় বামপন্থী গণসংগঠন এবং বিভিন্ন পেশাভিত্তিচক সংগঠন। মানবিকতায়, দায়বদ্ধতায় বিকল্প ভূমিকায় নজিরবিহীন ভূমিকা পালন করে চলেছে সর্বত্র।

সিপিআই(এম)উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির উদ্দ্যোগে আজ সারা রাজ্যের সঙ্গে এই এরিয়া কমিটিতেও পালিত হলো…৭৪তম স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান,সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পঠিত হয় সংবিধানের প্রস্তাবনা। বক্তব্য রাখেন-এরিয়া কমিটির সম্পাদক কমরেড সমীর প্রামাণিক,বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য কমরেড কেশব কোলে,কমরেড দিলীপ মন্ডল।
“জাতীয় শিক্ষানীতির”উপর বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য তথা শিক্ষাবন্ধু সমিতির রাজ্য-নেতৃত্ব কমরেড মনোজ ব্যানার্জী।

প্রণব কুমার দাস জানান, পশ্চিম হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হয় শপথ বাক্য পাঠ , মাস্ক বিতরণ ও সঙ্গীতের মাধ্যমে ।

সুশান্ত দাস জানান, সিপিআই(এম) বি গার্ডেন এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত বকুলতলায় স্বাধীনতা দিবসে সংবিধান রক্ষার শপথ, পতাকা উত্তোলন, শহীদ স্মরণ।

‌ সংবাদদাতা—-সুমন ঘোষের রিপোর্ট–
পণ্য নয়,হৃদয়ের টান
আসুন করি রক্তদান
এই আহ্বানকে সামনে রেখে করোনা আবহে রক্তের সংকট মেটাতে ডিওয়াইএফ আই ডোমজুড় ১নং আঞ্চলিক কমিটির অন্তর্গত নারনা ইউনিটের রক্তদান শিবির এই বছর পায়ে পায়ে ২৯ তম বর্ষে পদার্পন করলো। এই বছর গয়েশপুর অন্ধ্র ব্যাংকের সামনে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৪৩ জন রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই নেত্রী দীপ্সিতা ধর, এছাড়াও ডিওয়াইএফআই ডোমজুড় ১নং আঞ্চলিক কমিটির অন্তর্গত ভান্ডারদহ, কেশবপুর তাঁতির পোল, খাঁটোরা পশ্চিমপাড়া, রাজাপুর দক্ষিণবাড়ি, পিপলাই গয়েশপুর এলাকায় দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের এর উদ্যোগে।

সংবাদদাতা–আশিস কংসবণিক:- গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, নাগরিক স্বাধীনতা আজ বিপন্ন। আজ ১৫ আগস্ট ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে বিজেপি সরকারের সংবিধান বিরোধী কাজকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সিপিআই(এম) বালী-জগাছা উত্তর এরিয়া কমিটির আহ্বানে সাঁপুইপাড়া বারোয়ারীতলায় স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় পতাকা উত্তোলন, শপথ গ্রহণ ও। প্রাসঙ্গিক কিছু আলোচনা।

সংবাদদাতা–নাজিম:- জগৎবল্লভপুর ব্লকের এসএফআই লস্করপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র সংগঠনের দায়বদ্ধ, পতাকা উত্তোলন ও শপথবাক্য পাঠ করা হয়।

গণতান্ত্রিক যুব ফেডারেশন জগৎবল্লভপুর আঞ্চলিক কমিটি হাঁটাল ইউনিটের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও পথসভার আয়োজন করা হয়।

জগৎ বল্লভপুর এর লস্করপুর অঞ্চলে সিদ্ধেশ্বর গ্রামে সিটু, ডিওয়াইএফআই পালন করলো স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড হারাধন পাত্র।
সিটুর পক্ষে মোক্তার আহমেদ মাল্যদান করেন।

সিপিআই(এম) জগৎবল্লভপুর এরিয়া কমিটি শ্রদ্ধার সঙ্গে পালন করলো স্বাধীনতা দিবস, পাঠ করা হল শপথবাক্য।

সংবাদদাতা—হিমাদ্রি পাত্র জানিয়েছেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পাঁচলা আঞ্চলিক কমিটি পালন করে স্বাধীনতা দিবস। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় স্বাধীনতা আন্দোলনের লড়াকু সৈনিকদের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।