শিবনাথ জাটি–চিন্তন নিউজ: ২৭শে জানুয়ারি:- —পাঁচলা ডিওয়াইএফআই লোকাল কমিটির অন্তর্গত দেউলপুর ইউনিটে অংকন প্রতিযোগীতা ও বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
২৩-২৪ শে ফেব্রুয়ারি ২০২২,সারা দেশ ব্যাপি সাধারণ ধর্মঘট এর সমর্থনে দেওয়াল লিখন চলছে। সাঁকরাইল পঞ্চায়েত এলাকায় ও ভগবতীপুর গ্ৰামে।
আগামি ২৯ -৩০ শে জানুয়ারি২০২২ সিপিআই(এম) হাওড়া জেলা ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।স্থান অনিল বিশ্বাস ভবন। হাওড়া জেলা অফিস।
৭৩ তম প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাওড়া জেলার শিবপুর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ব্যাতাইতলা , বকুলতলা এবং শিবপুর ধর্মতলা অঞ্চলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সংবিধানের মর্যাদা রক্ষার্থে নাগরিকদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে বিশেষ করে বিজ্ঞান মানসিকতা, মানবিকতা এবং গণতান্ত্রিকতা সম্পর্কে বক্তব্য রাখেন কেন্দ্রে সম্পাদক শঙ্কর মুখার্জী, সভাপতি দীপঙ্কর মুখার্জী, অধ্যাপক ডক্টর সরোজ রায় এবং বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডঃ উজ্জল মুখার্জি। এছাড়া বক্তব্য রাখেন সঞ্জয় ব্যানার্জি, কল্লোল ঘোষ ও দীপঙ্কর বিশ্বাস এবং অন্যান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের জীবনকে সুরক্ষিত রাখার জন্য হাওড়ার কতগুলি দাবির ভিত্তিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। বহু মানুষ ঐ দাবিগুলিতে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন।