জেলা

হাওড়ার সংবাদ পরিক্রমা–


চিন্তন নিউজ–৪ঠা অক্টোবর–সুমন ঘোষ– হাওড়া জেলার ৪০ টি স্থানের অন্যতম টিকিয়াপাড়া টি ৮ বাসস্ট্যান্ডে অপদার্থ, অযোগ্য, দুর্নীতিগ্রস্থ প্রশাসনের হাত থেকে হাওড়া বাঁচানোর দাবি নিয়ে বিক্ষোভ সভা ও মানববন্ধন সংঘঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন কৃষক সভার পক্ষে কমরেড অরুণ কাঁড়ার, ডিওয়াইএফআই এর পক্ষে কমরেড সুমন ঘোষ, সিআইটিইউ এর পক্ষে কমরেড যুবরাজ ব্যানার্জী, উত্তম বেরা, লালু দলুই, এস এফ আই এর পক্ষে কমরেড সুমন ঘোষ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কমরেড তুলসী দাস। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও নতুন কৃষি আইনের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলার পক্ষে সওয়াল করেন। সভায় ব্যাপক সখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সংবাদদাতা—–মিঠু ভট্টাচার্য:- “হাওড়া বাঁচাও কর্মসূচি” সাঁকরাইল উত্তর এরিয়া কমিটির অন্তর্গত তিন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়। অযোগ্য, অপদার্থ, দূর্নীতি গ্রস্ত প্রশাসনের কাছে হাওড়া বাসীর দাবি নিয়ে আজ বামপন্থী গণসংগঠন গুলির ডাকে আজ কের প্রতিবাদ সভা। সারা হাওড়া জেলা জুড়ে প্রায় ৪০ টি জায়গায় এই সভা করা হয়। রাজ্যের ক্ষমতায় থাকা সরকার হাওড়ার মানুষকে বঞ্চিত করেছে। হাওড়ার রাস্তাঘাটের বেহাল দশা। হাওড়া করপোরেশনের নির্বাচন ঠিক সময়ে করা হয়নি। মানুষের দাবি মঙ্গলা হাট মঙ্গলবারেই খুলতে হবে। হাওড়ায় চারটি সরকারি সংস্থাকে বেসরকারি করা যাবে না। আর আমফানে ক্ষতিগ্রস্ত দের তালিকা স্বচ্ছতার সাথে প্রকাশ করা এবং সাহায্যের টাকা দিতে হবে। আরও অনেক দাবি নিয়ে আমাদের অনেক বক্তারা মানুষের কাছে তুলে ধরেছেন। আগামী দিনে আরও বড় আন্দোলন জন্য ডাক দিয়েছেন

সংবাদদাতা—-সুশান্ত দাস:-হাঁসখালি পোলে অপদার্থ, অযোগ্য, দুর্নীতি গ্রস্ত প্রশাসনের কাছে নিজেদের দাবি নিয়ে হাওড়া বাঁচাও কর্মসূচি অভিযানে হাওড়া বাসী ।

সংবাদদাতা—-প্রণব কুমার দাস:- অপদার্থ প্রশাসনের অপদার্থতা ও জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে হাওড়ার বিভিন্ন প্রান্তে ” হাওড়া বাঁচাও ” কর্মসূচি পালিত হয় । পশ্চিম হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত দুটি জায়গা যথাক্রমে টিকিয়াপাড়া স্টেশন ও টি-৮ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয় প্রতিবাদ সভা এবং মানব প্রাচীর’এর মাধ্যমে।

সংবাদদাতা— পরিতোষ ভট্টাচার্য:- দঃপুর্ব হাওড়া এরিয়া কমিটি অঞ্চলে ৭টি স্থানে হাওড়া বাঁচাও কর্মসূচি পালন করা হয়,অলকা সিনেমা হলের সামনে ও শিবপুর ট্রামডিপো মোড়ের পথসভা ।

সংবাদদাতা—শেখ জিশান:- ভারত সরকার ও রাজ্য সরকারের অপকর্ম ও স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে,ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে গ্রামের প্রত্যন্ত এলাকায় মানুষকে সচেতন করার জন্য বৈঠকি সভা চলছে। তেমনই এক বৈঠকি সভার আয়োজন করা হয়েছিল মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ ঘোষপাড়া অঞ্চলে।এলাকার মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সেখ জাহাঙ্গীর।বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে এলাকার মানুষ তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন নেতৃত্বে সাথে ।বর্তমান সময়ে কেন্দ্র এবং রাজ্যো সরকারের জনবিরোধী নীতি নিয়ে তাদের সঙ্গে পর্যালোচনা করেন কমরেড সেখ জাহাঙ্গীর।এলাকার মানুষ শিকার করেন তাদের কিছু ভুলত্রুটি হয়েছে।আগামীদিনের তারা বামফ্রন্টের পক্ষে থাকবেন সভায় তারা এই অঙ্গীকার করেন।

সংবাদদাতা—-আশিস কংসবণিক:- হাওড়ার জনগণের দাবি পূরণে সার্বিক ভাবে ব্যর্থ,অযোগ্য,অপদার্থ,দুর্নীতিগ্ৰস্ত প্রশাসনের থেকে হাওড়াবাসিকে বাঁচাতে,আজ হাওড়া বাঁচাও অভিযানে ডিএম বাংলোকে ঘিরে ৩০ কিলোমিটার পথ ঘিরে হাজার হাজার মানুষ সামিল হলেন। স্থান বালি বাজার, এই সভার সভাপতিত্ব করেন হাওড়া জেলা কমিটির সদস্য কমরেড গৌতম হালদার।

সংবাদদাতা—পার্থ ঘোষ:-আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং হাওড়া করপোরেশনের যৌথ উদ্যোগে এবং সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল করোনা এন্টিজেন পরীক্ষা শিবির। এই শিবিরে ৮০ জনের করোনা পরীক্ষা করা হয়। এই শিবিরে ডঃস্বাগত মুখার্জি সহ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এর স্বাস্থ্য কর্মীরা। এই সমগ্র অনুষ্ঠান টি রামরাজাতলায় ব্রজনাথ লাহিড়ী লেনের উদিত ভবনে অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।