সুপর্না রায়ঃ-চিন্তন নিউজঃ-১৯/০৯/২০২২:– আবার বিধ্বংসী আগুন লাগলো কলকাতার হাওড়া ময়দানে । সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়া ময়দানের একটি ব্যাগের দোকানে এই আগুন লাগে বলে খবরে প্রকাশ । আর কয়েক দিন পর বাঙালীর সবথেকে বড়ো উৎসব শারোদৎসব । স্বাভাবিক ভাবেই দুপুর এর দিকে পুজোর বাজার করতে থিকথিকে ভীড় । এই অবস্থায় বিধ্বংসী আগুনের লেলিহান শিখা দেখে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষ হুড়োহুড়ি করে দৌড়াদৌড়ি শুরু করে। স্থানীয় ব্যবসায়ী রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। দমকলেও খবর দেওয়া হয় । দমকলের দুটি ইঞ্জিন প্রথম আসে কিন্তু তারা ঐ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নি। আগুন আরও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে । বেশ দেরি করে দমকলের আরও ছটি ইঞ্জিন আসে কিন্তু ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই জানা গেছে । এলাকাটি ঘিঞ্জি,আপাতত বন্ধ রাখা হয়েছে যান চলাচল।
Related Articles
রবীন্দ্রনাথের শান্তিনিকেতনেও তৃণমূলের কাটমানি সংস্কৃতি
বিশেষ প্রতিবেদন: কাবেরী ঘোষ:চিন্তন নিউজ:-২১শে মে:– বীরভূম জেলার শান্তিনিকেতনের জমিতে ২০১৮ সালের ২৫ শে মে নির্মাণ হয় বাংলাদেশ ভবন । বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার উদ্দেশ্যে তৈরি হয় এই ভবন। কিন্তু ৪ বছরের মধ্যেই নির্মাণের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে । ভবনের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে। ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙ্গর । […]
পশ্চিমবাংলাতে সংঘের স্কুলে ছাত্র সংখ্যা বাড়ছে দিনে দিনে
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২৮শে জানুয়ারি:–পশ্চিম বাংলা তে সংঘ এর স্কুলে ছাত্র সংখ্যা বাড়ছে দিনে দিনে।_মমতা ব্যানার্জি সরকারের পক্ষে বলা হয়েছিল যে রাজ্যে আর এস এস এর স্কুল চালাতে দেওয়া হবে না।। কিন্তু রাজ্য সরকারের কথাই সার।। গত তিন বছরে পশ্চিমবাংলাতে সংঘের স্কুল যেমন বেড়েছে তেমনি পড়ুয়া সংখ্যা প্রায় ৩৪% বেড়েছে।।অথচ বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় […]
ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ধর্মঘটে সামিল ছাত্র, যুব মহিলা থেকে শিক্ষক সংগঠন ।
মধুমিতা রায়: চিন্তন নিউজ:৪ঠা এপ্রিল:- সারা দেশে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার কয়লাখনি সহ রাস্ট্রায়ত্ত কারখানার বেসরকারীকরনের পথে নেমে শ্রমিকদের জীবন দূর্বীসহ করে তুলতে চাইছে। তার প্রতিবাদে ট্রেড ইউনিয়ন গুলির সঙ্গে ছাত্র, যুব মহিলা থেকে শিক্ষক সংগঠন এবিপিটিএ , এবিটিএ বার্নপুর বাসস্ট্যান্ড থেকে ত্রিবেনী মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন । অসংখ্য মানুষের উপস্থিতি […]