রাজ্য

হাওড়া ময়দান এলাকায় আগুন


সুপর্না রায়ঃ-চিন্তন নিউজঃ-১৯/০৯/২০২২:– আবার বিধ্বংসী আগুন লাগলো কলকাতার হাওড়া ময়দানে । সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়া ময়দানের একটি ব্যাগের দোকানে এই আগুন লাগে বলে খবরে প্রকাশ । আর কয়েক দিন পর বাঙালীর সবথেকে বড়ো উৎসব শারোদৎসব । স্বাভাবিক ভাবেই দুপুর এর দিকে পুজোর বাজার করতে থিকথিকে ভীড় । এই অবস্থায় বিধ্বংসী আগুনের লেলিহান শিখা দেখে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষ হুড়োহুড়ি করে দৌড়াদৌড়ি শুরু করে। স্থানীয় ব্যবসায়ী রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। দমকলেও খবর দেওয়া হয় । দমকলের দুটি ইঞ্জিন প্রথম আসে কিন্তু তারা ঐ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নি। আগুন আরও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে । বেশ দেরি করে দমকলের আরও ছটি ইঞ্জিন আসে কিন্তু ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই জানা গেছে । এলাকাটি ঘিঞ্জি,আপাতত বন্ধ রাখা হয়েছে যান চলাচল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।