জেলা

হাওড়ার খবর—-


চিন্তন নিউজ:৩০শে আগস্ট,২০২০:- মিঠু ভট্টাচার্য–এর রিপোর্ট:- — জীবনের টানে, ভয় নেই রক্তদানে—-আজ সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির সাঁকরাইল উত্তর আঞ্চলিক কমিটির দুইল্যা ইউনিটের পক্ষ থেকে এক মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কোভিড মহামারীতে আমাদের দেশ এবং রাজ্য খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছে মানুষের যে চাহিদা সেটা পুরন করতে ব্যর্থ। খাদ্য, শিক্ষা, বাসস্থান ও স্বাস্থ্য এরমধ্যে স্বাস্থ্যের জন্য যে টুকু প্রয়োজন হসপিটাল গুলোতে পরিষেবা পাওয়ার সেটাও বলার মতো নয়। এক বেহাল ও অস্বাস্থ্যকর পরিস্থিতি মানুষ বুঝতে পেরেছেন। রক্তের অভাবে থ্যালাসেমিয়া পেশেন্ট যেভাবে মারা যাচ্ছে তা অকল্পনীয়। সমস্ত ব্লাড ব্যাংক গুলোতে রক্তের অভাব। তাই মহিলা সংগঠন আজ এই কোভিড পরিস্থিতিতে রক্তের অভাবে মানুষ না মারা যায় তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। রক্ত দান জীবন দান। এই রক্তদান কর্মসূচীতে মোট ৪৮ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। তাদের মধ্যে মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন কমরেড অপরাজিতা ঘোষ । উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির সদস্যা স্বপ্না ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্ব।

আশিস কংসবণিক জানিয়েছেন,কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনগণের স্বার্থ রক্ষায় ১৬ দফা দাবীর ভিত্তিতে আজ সকাল থেকে বালি-জগাছা উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে নিশ্চিন্দা ১, ৪ ও ৫ নং শাখায় কর্মসূচি পালন করা হল।পাটির এরিয়া কমিটির সদস্য শুভঙ্কর চক্রবর্তী, পাটির নেতা আশীষ কংসবনিক, গৌতম বিশ্বাস, উৎপল বোস এবং দরদী সমর্থক ও কর্মী সৌভিক চক্রবর্তী ও সায়ন সেন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।