কলমের খোঁচা

কতো অজানারে আজকের বিষয় : ” থেরেমিন”-এক অদ্ভুত বাদ্যযন্ত্রের গল্প-কথা।


প্রতিবেদক : মধুমিতা ঘোষ : চিন্তন নিউজ:১৯/০১/২০২৫:-“থেরেমিন”-এক অদ্ভুত বাদ্যযন্ত্রের গল্প-কথা। ১৮৯৬ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেছিলেন লেভ সের্গেইভিচ টারমেন যিনি লিওন থেরেমিন নামে পরিচিত ছিলেন এবং সেলো বাজনা ও পদার্থবিদ্যা উভয় বিষয়েই একান্ত উৎসাহী ছিলেন।১৯১৮ সালে থেরেমিন আবিস্কার করেন এক অনন্য ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের নাম ” ইথারফোন”, এটি একটি কোয়ান্টাম যন্ত্র যা স্পর্শ ছাড়াই শুধুমাত্র হাতের শক্তি দিয়ে বাজানো হয়। এটি এখনো একমাত্র বাদ্যযন্ত্র যা কোন শারীরিক যোগাযোগ ছাড়াই বাজতে পারে, দূর হতে কেবলমাত্র হাতের কসরতে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে বাজানো হয়, অনন্য সাধারণ এই যন্ত্রটি তার উদ্ভাবক থেরেমিনের নামে ই বেশি পরিচিত। রাশিয়ান এই আবিষ্কারক ঠিক দু’বছর পরে ১৯২০ সালে একদল রাশিয়ান পদার্থবিদদের এই বিশেষভাবে শব্দ উৎপন্নকারী যন্ত্রটি দেখিয়েছিলেন এবং সেই সময় রাশিয়ার অন্যতম ব্যক্তিত্ব লেনিনের সামনে এটি প্রথম প্রকাশ্যে বাজিয়েছিলেন। কিন্তু শতবর্ষ পেরিয়ে এই যন্ত্র তার অস্তিত্ব বজায় রাখলেও বিশ্বের রাশিয়া, জাপান ও আয়ারল্যান্ড ছাড়া আর কোথাও শিক্ষণীয় হয়ে উঠতে পারেনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।