কলমের খোঁচা

—-‘কত অজানারে’—-


গোপা মুখার্জী,চিন্তন নিউজ: 13/10/2022:— “রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের জমিদার বাড়ি”– এই সেই শিলাইদহে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বিখ্যাত জমিদার বাড়ি,যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একদিন জমিদারির কাজ দেখাশুনা করেছিলেন। আজ তার ভগ্ন দশা সকল রবীন্দ্র-প্রেমী মানুষ কে ব্যথাতুর করে তোলে।

দোতলা বাড়িটির কোথাও ভেঙে পড়েছে ছাদ,নেই দরজা জানলা।দেয়ালে ঘুঁটে দিচ্ছে স্থানীয় লোকজন। গরু ছাগলের আস্তানা সেই জমিদার বাড়ি। আগাছায় ভরে গেছে চারপাশ। সরকারি তরফে নেই কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা ।শুধুমাত্র ভগ্নপ্রায় দোতলা বাড়িটি নীরবে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।