রত্না দাস:চিন্তন নিউজ:২২শে ফেব্রুয়ারি:–শিশুদের জন্য নিরাপদ নয় ভারত। রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট বলেছে, বিভিন্ন দেশের তালিকায় ভারতের স্থান অনেক নিচে, তাদের রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান ১৩৩নাম্বারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাষ্ট্রপুঞ্জের শিশু তহবিল (ইউনিসেফ)এবং ল্যানসেট মেডিকেলের সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত বুধবার।১৮৮ টি দেশে সমীক্ষা চালানো হয়েছে।
পরিবেশ ও সামাজিক পরিকাঠামো—এই দুটি নিরিখে সমীক্ষা করা হয়। একটি দেশের শিশুরা কতটা সামাজিকভাবে সুরক্ষিত, তাদের হিংসার শিকার হতে হয় কিনা, শিশুদের শিক্ষা ও খাদ্যের অধিকার রক্ষা করা হয় কিনা, শিশু আত্মহত্যার হার কত, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার কত, ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার কত,এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে সমীক্ষকরা তৈরি করেছিলেন ফ্লারিশিং ইন্ডেক্স ( সম্বৃদ্ধি নির্দেশক) সেই তালিকায় ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৩এ। অৰ্থাৎ সমীক্ষকরা মনে করেন, ভারতে সামাজিক সুরক্ষার মান অত্যন্ত নিচে। এছাড়া একটি দেশের কার্বন নির্গমন সহ পরিবেশ সংক্রান্ত নানা দিক দেখে তৈরি করা হয় সাস্টেনিবিলিটি ইন্ডেক্স (উন্নয়ন নির্দেশক )সেই তালিকাতেও ১৮৮ টি দেশের মধ্যে ভারতের স্থান ৭৭।