চৈতালী নন্দী: চিন্তন নিউজ:১৫ই এপ্রিল:-সারা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত হারে। বিশ্বের প্রায় সবকটি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। একসময়ে ভারতের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ এখন একটা ছোট্ট স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশেও একই ভাবে পড়েছে কোভিড ১৯। দ্রুত ছড়াচ্ছে রোগ, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে ওখানে আক্রান্তের সংখ্যা ১০১৩ জন ও মৃত্যু হয়েছে ৪৬ জনের।
একটি ছোট্ট দেশ এই বাংলাদেশ, আর্থিক ক্ষমতা সীমিত।
এই পরিস্থিতিতে বর্তমান ক্ষমতাসীন দলের নেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ত্রাণ বিলির কাজ শুরু হয়েছে। কিন্তু তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছে নিম্নআয়ের মানুষজন। গরীব মানুষ ত্রাণের জন্যে রাস্তায় নেমে পড়েছে। তাদের রাস্তা থেকে সরানো যাচ্ছে না। পর্যাপ্ত খাদ্যের অভাবে দিশেহারা মানুষ । লুট হচ্ছে খাদ্যসামগ্রী বিশেষতঃ চালের দোকান।নামানো হয়েছে সেনা।
এখানে ওষুধ, মুদিখানা ও খাবারের দোকান খোলা থাকছে দুপুর ২টো পর্যন্ত। আগামী ২৫ শে এপ্রিল অবধি লকডাউন চলবে বলে ঘোষণা করা হলেও, আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ার কারণে লকডাউন বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।