চিন্তন নিউজ: ১৪ ই নভেম্বর:- সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-পান্ডুয়ার ইটাচূনা এরিয়া এলাকার ধামাসীন,পাঁচপাড়া, রুদ্রষান্ডা, মারশীট এলাকায় ২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে ও ক্ষেতমজুরদের মজুরী বৃদ্ধির সমর্থনে প্রচার মিছিল ও পথসভা করে।
জয়দেব ঘোষ:- শ্রীরামপুর শহর কংগ্রেস কমিটির কার্যালয়ে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (প্রাক্তন) জির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শিশু দিবসে সকল শিশুদের শুভেচ্ছা ও শুভকামনা। সারাদিন ধরে ধর্মঘটের প্রচারে দেওয়াল লিখন…দেওয়াল জুড়েই বাঁচার লড়াইয়ের বার্তা!!
শতাব্দী চক্রবর্তী:-কানাইপুর:-ডিওয়াইএফআই কানাইপুর নবগ্রাম আঞ্চলিক কমিটি এবং ডিওয়াইএফআই কানাইপুর কলোনি শাখার উদ্যোগে আয়োজিত বুক স্টল আজ উদ্বোধন হলো মুক্ত করো ভয়:-কোন্নগর:- কোন্নগর এরিয়া কমিটির অন্তর্গত কানাইপুর এলাকায় দেওয়াল লিখন চলছে ।
জয়দেব ঘোষ:-পান্ডুয়া:- পাণ্ডুয়া এরিয়া কমিটির অন্তর্গত পাণ্ডুয়া তেলিপাড়াতে মার্কসীয় সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্বোধন ।উদ্বোধন করলেন গণ আন্দোলনের প্রাক্তন নেতা কমরেড প্রশান্ত ঘোষ।উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিধায়ক ও এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন সহ এরিয়া কমিটির নেতৃত্ব।
সায়ঙ্ক মন্ডল:-চুঁচুড়া :-২৬ তারিখ সাধারণ ধর্মঘটের দাবিতে চলছে এসএফআই চুঁচুড়া ১ ও ২ নং ইউনিটের দেওয়াল লিখন।
সায়ঙ্ক মন্ডল:- শ্রীরামপুর:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুরে পূর্ব এরিয়া কমিটির উদ্দগে আজ শ্রীরামপুরে আগামী ২৬ শে নভেম্বর সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সমর্থনে দেওয়াল লিখন।
সায়ঙ্ক মন্ডল:- হিন্দমোটর:- ৫০ টাকায় ডায়ালাইসিস, যে মানুষটি রাতদিন এই অসাধ্য সাধন করেছেন তিনি ফুয়াদ হালিম। তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিলেন হিন্দমোটরের বাসিন্দা চন্দন দাশগুপ্ত মহাশয় । এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শান্তশ্রী চ্যাটার্জি মহাশয় সহ গন আন্দোলনের নেতৃত্ব।
সায়ঙ্ক মন্ডল:-উত্তরপাড়া:-এসএফআই উত্তরপাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে বুকস্টল।উদ্বোধন করেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার কার্যকরী সম্পাদক কমরেড ঋজুরেখ দাশগুপ্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড শান্তশ্রী চ্যাটার্জি, এসএফআইএর পশ্চিমবঙ্গ রাজ্যে কমিটির সদস্য কমরেড অর্ণব দাস!
সায়ঙ্ক মন্ডল:- মগরা:-আগামী ২৬শে নভেম্বর সাধারন ধর্মঘটের সমর্থনে মগরা-দিগসুই-সপ্তগ্রাম এরিয়া কমিটির ৪নং শাখায় দেওয়াল লিখন চলছে।
জয়দেব ঘোষ:-পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের ব্যান্ডেল মগরা কেন্দ্রের উদ্যোগে আগামী 13 নভেম্বর বিকাল 4:30 ঘটিকায় সাহাগঞ্জ বড়োসাঁকো এলাকায় কালিপূজা ও আসন্ন কার্তিকপূজা ছটপূজা জগধাত্রীপূজায় বাজির দূষণ রোধে “কোভিড সঙ্কট ও আতসবাজির বিপদ” সম্পর্কীয় একটি আলোচনা সভার আয়োজন করা হয় ৷