চিন্তন নিউজ:১৮ই অক্টোবর:- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:- চুঁচুড়া:-শারদীয়া উৎসবের আগে ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় উত্তরপাড়া গৌরী টকিজ এর সামনে জি টি রোডে দুঃস্থ ও প্রান্তিক ৫০০ মানুষের কাছে বিনামূল্যে নতুন জামা কাপড় তুলে দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন। উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানের সূচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কৃতি প্রাক্তন ছাত্র ডঃ অনির্বাণ কুন্ডু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রা জানিয়েছেন যে বর্তমানে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে তাঁরা এই বছর নিজেদের মধ্যে থেকে অর্থ সংগ্রহ করে দুস্থ মানুষদেরকে কাছে নুতন জামা কাপড় তুলে দিচ্ছেন। প্রাক্তনীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন অধ্যাপক রামপ্রল্হাদ চৌধুরী, অধ্যাপক সারদা প্রসাদ দত্ত, অধ্যাপক দীপ্তকুমার চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায়, কুশল কুমার, নীহারেন্দু হালদার, অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, সোমা রায়, মধুজা সেনরায় প্রমুখরা। শুরুতে সংগীত পরিবেশন করেন এসএফআই কর্মী সৌম্যদীপ পাল। এই অনুষ্ঠানেটি এলাকার সাধারণ নাগরিকদের মধ্যে সাড়া ফেলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে চন্ডীতলার গোপালপুর বাজারে কৃষি আইন, দ্রব্যমূল্য বৃদ্ধি, সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে মিছিল ও পথসভা । পথসভায় বক্তব্য রাখেন কমরেড আজিম আলি, কমরেড মুসা হালদার, কমরেড সোমনাথ ঘোষ ও কমরেড মলয় পাল । সভাপতিত্ব করেন কমরেড স্বপন বটব্যাল ।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কৃষক মারা কৃষি আইন বাতিলের দাবিতে বাম – কংগ্রেসের যৌথ মিছিল ডানকুনিতে । কালীপুর মোড় থেকে গোবরা ।

সুমন্ত ব্যানার্জি:—আরামবাগের:-আরামবাগ এর ডোঙ্গল মোড়ে সিপিআইএম এর লোকাল কমিটির পার্টি অফিস টি২০১১ সালে তৃনমুল এর কিছু দুষ্কৃতি বোম,বারুদ, আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়— সেই পার্টি অফিস টি সিপিআইএম শতবর্ষ এর আলোকে এলাকায় বাম,যুব ও অন্যান্য কর্মীদের উদ্যোগে ও এলাকার বামমনষ্ক মানুষ এর সহায়তায় পার্টিঅফিস টি আবার খোলা হয়।।

কুমুদ মালো:-বাঁশবেড়িয়া:ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ১০০ বছর পূর্তি তে বাঁশবেড়িয়া,ডানলপ, চন্দ্রহাটি এরিয়া কমিটির ১৮ নং শাখার পতাকা উত্তোলন ও মাল্যদানের কিছু মূহূর্ত।
