জেলা

আজকের হুগলি জেলার সংবাদ——————-


চিন্তন নিউজ: শান্তনু বোস :- ব্যান্ডেল :- নভেম্বর বিপ্লব বার্ষিকীতে হুগলী এরিয়া কমিটির ৮নং এবং ৯নং ব্রাঞ্চ। ব্যান্ডেল চার্চের মোড়। হুগলী।
“আমাদের দেশে কোনো-এক সময়ে গোবর্ধনধারী কৃষ্ণ বোধ হয় ছিলেন কৃষির দেবতা, গোয়ালার ঘরে তাঁর বিহার; তাঁর দাদা বলরাম, হলধর। ঐ লাঙল-অস্ত্রটা হল মানুষের যন্ত্রবলের প্রতীক। কৃষিকে বল দান করেছে যন্ত্র। আজকের দিনে আমাদের কৃষিক্ষেত্রের কোনো কিনারায় বলরামের দেখা নেই–তিনি লজ্জিত–যে দেশে তাঁর অস্ত্রে তেজ আছে সেই সাগরপারে তিনি চলে গেছেন। রাশিয়ায় কৃষি বলরামকে ডাক দিয়েছে; দেখতে দেখতে সেখানকার কেদারখণ্ডগুলো অখণ্ড হয়ে উঠল, তাঁর নূতন হলের স্পর্শে অহল্যাভূমিতে প্রাণসঞ্চার হয়েছে।”
—– রাশিয়ার চিঠি
—– রবীন্দ্রনাথ ঠাকুর
এটা ঐতিহাসিক ভাবে প্রমানিত যে, অহল্যাভূমিতে প্রানের সঞ্চার ঘটাতে পারে একমাত্র সমাজতন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বকে নতুনভাবে তৈরি করতে পথ দেখিয়েছিল এই সমাজতান্ত্রিক জনকল্যাণমুখী অর্থনৈতিক নীতি। কোভিড১৯ পরিস্থিতিতে সারা বিশ্বকে যে এই সমাজতান্ত্রিক জনকল্যাণমুখী অর্থনীতিরই আশ্রয় নিতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উগ্র জাতীয়তাবাদ, জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষ, ইত্যাদির আশ্রয় নিয়েও পরিত্রানের রাস্তা পাবে না, পুঁজিবাদ তার নিজের জালে জড়িয়ে দিশাহারা হতে বাধ্য। তাই প্রগতিশীল চিন্তাভাবনার মানুষের কাছে নভেম্বর বিপ্লবের দিনটা একটা আলাদা গুরুত্ব বহন করে। এই গুরুত্বের গুরুদায়িত্বের অঙ্গিকার নিয়েই হুগলী এড়িয়া কমিটির ৮ নং এবং ৯ নং ব্রাঞ্চ হুগলী চুঁচুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের ব্যান্ডেল চার্চের মোড়ে অনুষ্ঠিত করলো কথায় গানে একটি ব্যতিক্রমি সেমিনার। আলোচক, এই সময়কালের অন্যতম শিল্পী শ্রী শুভ প্রসাদ নন্দি মজুমদার। সভার শুরুতে মূল অনুষ্ঠানের সুর বেঁধে দিলেন হুগলী এড়িয়া কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত চক্রবর্তী। সভাপতিত্বে দায়িত্বে ছিলেন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জ্ঞানেন্দ্র লাল চক্রবর্তী। উদ্বোধনী সঙ্গীতে পৃথা মুখার্জী, রাখী ভৌমিক এবং কস্তুরি সাহা। সভার সুর ধরেই নভেম্বর বিপ্লবের স্বরচিত কবিতা পাঠ করলেন সমকাল ও বিবৃতি পত্রিকার সম্পাদক তথা পার্টির নব প্রজন্মের শিক্ষক নেতা কবি অরিত্র শীল।
শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার যখন তাঁর নিজস্ব স্টাইলে কথায় গানে মোহমুগ্ধ করে তুলেছিলেন সভাস্থল সহ গোটা এলাকা তখন দর্শকাসনে অন্তত দেড়শো মানুষের উপস্থিতি। কোভিড১৯ এবং আমফান পরবর্তী পরিস্থিতিতে সমস্ত রকম জড়তা এবং হীনমন্যতা কাটিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকেই এক ঝাঁক শিক্ষিত ছেলেমেয়ে এলাকায় ঝাঁপিয়ে পড়ে যে নতুন প্রানের সঞ্চার করে, সেই প্রান শক্তিতে বলিয়ান হয়েই অহল্যাভূমিতে এই কর্মসূচি নতুন প্রানের সঞ্চার করলো নভেম্বর বিপ্লবের আদর্শকে সামনে রেখে। সমস্ত অচলায়তন কাটিয়ে আজ যে তরঙ্গের উঠলো, এটাই হয়তো আগামী দিনের জনকল্লোলে বন্যার পূর্বাভাস।
“যদি মাতে মহাকাল,
উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত,
ঢেউ উঠে উত্তাল,
হোয়ো নাকো কুণ্ঠিত,
তালে তার দিয়ো তাল–
জয়-জয় জয়গান গাইয়ো।
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥”।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-দেওয়াল লিখন চন্দননগর বাদামতলায়।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-২৬শে নভেম্বর সাধারণ ধর্মঘট কে সামনে রেখে আজ এ বি পি টি এ হুগলি জেলার পক্ষ থেকে ডিএম অফিসে নোটিশ প্রদান করা হলো ।উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিত ,জেলা সম্পাদক কমল মল্লিক সহ জেলার নেতৃত্ব।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:- আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বিধায়ক কমরেড আমজাদ হোসেন এর নেতৃত্বে পান্ডুয়ার মিছিল এ জনপ্লাবন।।

সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:- আজ ০৯৷১১৷২০তাংএ বিকাল সাড়ে তিনটে রাজহাটি কৃষক সমিতির অফিসে সমস্ত গণসংগ্ঠনের উদ্যোগে “গণকনভেনশন “অনুষ্ঠিত হয় ।এই কনভেনশনে সভাপতিমন্ডলী র আসন গ্রহণ করেন খানাকুল দু’নম্বর ব্লকের খেতমজুর ইউনিয়নের সভাপতি গৌর জানা, ব্লক কৃষক সমিতির সভাপতি সুদর্শন বেরা যুব সংগঠন এর পক্ষে শংকর দোলুই, মহিলা সংগঠনের পক্ষে মীরা দাস,শ্রমিক সংগঠনের পক্ষে সেখ মহসিন কাদেরী ।প্রস্তাব উত্থাপন করেন ব্লক কৃষক সমিতির সম্পাদক অসীম বাগ । প্রস্তাবের সমর্থনে বক্তব্য সব গণসংগ্ঠনের পক্ষ থেকে রাখেন ।বক্তব্য রাখেন হুগলি জেলা কৃষক সমিতির কাউন্সিল সদস্য ভাস্কর রায ।কনভেনশনে উপস্থিত ছিলেন ৭০ জন ।কনভেনশন থেকে সাত জনকে নিয়ে স্ট্রাইক কমিটি গঠন করা হয় ।আগামী ১২৷১১৷২০তাংএ খানাকুল দু’নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়া হবে ।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:- লক্ষী সাহা ওরফে বাচ্চাদা হুগলি জেলা ও ভ্যানচালক ইউনিয়নের দাপুটে নেতা।যখন কমরেড রা দেওয়াল লিখছিলেন আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে তখন বাচ্চা দা পেট চালানোর জন্য ভাড়া তোলার কাজ বাদ দিয়ে কমরেড দের সঙ্গে দেওয়াল লিখন শুরু করলেন।২০১১ তে পালাবদল এর পর অনেক নেতা বদলে গেলেও এই বাচ্চা দারা বদলায় না।।তাই তো এঁরা ” অবিক্রিত” ও ” অবিকৃত”।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।