জেলা

আজকের হুগলি সংবাদঃ


চিন্তন নিউজঃ দেবারতি বাসুলীঃ-সি আই টি ইউ, এস এফ আই, ডি ওয়াই এফ আই, গণতান্ত্রিক মহিলা সমিতির কোতরং-হিন্দমোটর এলাকার লোকাল কমিটির যৌথ উদ্যোগে ২৬ নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কোতরং হিন্দমোটর এলাকার অশ্বীনি দত্ত নগর বিপিন ভিলা মোড়ে কৃষক আন্দোলনের সমর্থন করে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ ঘোষ, এস এফ আই কোতরং-হিন্দমোটর লোকাল কমিটির সম্পাদক কৌশিক নন্দী, এস এফ আই হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রীতম কংসবণিক, ডি ওয়াই এফ আই কোতরং-হিন্দমোটর লোকাল কমিটির সদস্য দেবাশীষ নন্দী, হিন্দমোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতা মনীন্দ্র চক্রবর্তী। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দেবীপ্রসাদ বসুরায়। সভায় গণসঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা।

চুঁচুড়া ঘড়ির মোড়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনগুলির ডাকে কৃষক আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিমণ্ডলী তে ছিলেনএই সভায় বক্তব্য রাখেন এআইসিসিটিইউ এর পক্ষে ভিয়েত ব্যানার্জী, টিইউসিসি এর পক্ষে সুনীল সাহা, সিআইটিইউ এর পক্ষে বিপ্লব রায়, এআইইউটিইউসি’র পক্ষে ভাস্কর ঘোষ, ১২ই জুলাইয়ের পক্ষে হরপ্রসাদ ভট্টাচার্য,ইউটিইউসি এর পক্ষে কিশোর সিং এবং সিআইটিইউ’র পক্ষে মনোদীপ ঘোষ। এই সভা থেকে কৃষকদের পাশে দাঁড়ানো ও তিনটি কালো আইন প্রত্যাহারের দাবি তোলা হয়। এছাড়াও শ্রমকোড বাতিলের দাবিতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বিপক্ষে জোরালো আওয়াজ তোলা হয়।


ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) হুগলী জেলা ২৪ তম সম্মেলন কে কেন্দ্র চন্দননগর দক্ষিণ এরিয়া কমিটির উদ্দ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি পালিত হল । দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ দাদপুর থানা কৃষক সমিতি দাদপুর থানা ক্ষেতমজুর ইউনিয়ন ,মহিলা, ছাত্র-যুব এর যৌথ উদ্যোগে পুইনান থেকে মহেশ্বরপুর তিন কিলোমিটার পায়ে হেঁটে মিছিল সংঘটিত হয় মিছিল শেষে মহেশ্বরপুর মোড়ে পথসভা হয় । সভায় সভাপতিত্ব করেন দাদপুর থানা কৃষক সমিতির সভাপতি মজিদ মন্ডল। বক্তব্য রাখেন থানা কৃষক সমিতির সম্পাদক মহম্মদ মাহফুজ ।থানা খেতমজুর ইউনিয়নের সম্পাদক সৌমেন্দ্রনাথ ঘোষ। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠ গ্রুপের ২৭ তম নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গুণী মানুষ । চুঁচুড়া রবীন্দ্রভবনে এই উৎসব চলবে আগামী ২৮ শে নভেম্বর পর্যন্ত।

জয়দেব ঘোষ জানাচ্ছেন-তারকেশ্বর শহরে বামপন্থী গণসংগঠন সমূহ সি আই টি ইউ, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন, ডি ওয়াই এফ আই, মহিলা সমিতির উদ্যোগে আজ ২৬ শে নভেম্বর ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষ পূর্তিতে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং এস এস সি – তে দূর্নীতির প্রতিবাদে আন্দোলনরত যুবদের উপর পুলিশের হামলা চালানোর বিরুদ্ধে কেন্দ্রীয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মুকুল ঘোষ, গণেশ মান্ডী, তন্ময় জানা, মন্টু ভৌমিক, অরুণ ঘোষ, আজিজুল মল্লিক, নিখিল ঘোড়ুই, গোপীনাথ পাল, ভ্রমর কয়ড়া, সবিতা জানা, সুজাতা ঘোড়ুই, তপন মন্ডল, শ্যামল মুখার্জী, বিশ্ব জিৎ চৌধুরী, তপন কর্ম কার, সুজিত দাস, বিপ্লব বাস্কে প্রমুখ।

ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষ পূর্তি উপলক্ষে চাঁপদানী পলতাঘাটে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ। পোলবা এরিয়া কমিটির অন্তর্গত দাদপুর অমরপুর ব্রাঞ্চের উদ্যোগে জগন্নাথবাটী শিমুল লজে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্ত পতাকা উত্তোলন করেন পার্টির হুগলী জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনোদীপ ঘোষ। শহীদ বেদীতে মাল্যদান করেন মনোদীপ ঘোষ, কমরেড মাজিদ মণ্ডল, এবং অন্যান্য পার্টি নেতা ও কর্মীবৃন্দ। শিবিরে মোট ৫৬ জন রক্ত দাতা

আজ শ্রীরামপুর রেড ভলান্টিয়ার উদ্যোগে বড় বাগান অঞ্চলে একটি বাড়ি তে স্যানিটাইজেশন
চলছে। ্রু

হুগলী জেলা ৬ষ্ঠ প্রতিবন্ধী সম্মেলন ।
সম্মেলন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন কমঃ কান্তি গাঙ্গুলী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।