সুপর্না রায়ঃ-আজ হুগলি জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলাগড়ে ইটাচুনা চক্রের অন্তর্গত রামেশ্বরপুর গোপালনগর অঞ্চলে রামেশ্বরপুর বেসিক স্কুল এর ছাত্রী দিয়া মানডি ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
স্বপন ব্যানার্জীঃ-চন্দননগর নিরঞ্জন নগর কলোনি ‘ র বাসিন্দা কমরেড সুজাতা ঘোষ , প্রয়াত কমরেড সুজিত ঘোষের সুযোগ্য সহধর্মিণী আজ সকাল ৫ টায় চলে গেলেন । ষাট – সত্তরের দশকের লড়াকু কমরেড ছিলেন সুজিত ঘোষ ।পরবর্তীকালে সুজাতা ঘোষ ও পুত্র অভিজিৎ ঘোষ ( বাধন) এলাকায় ঐ লাল ঝান্ডাই কাঁধে তুলে নেয় , অদম্য সাহসের অধিকারী কমরেড সুজাতা ঘোষ – দরকারে কোমর বেঁধে আক্রমণের সামনে রুখে দাঁড়াতেন । ২০১৪ সালেও ওনার পুত্র বাধন কে ৪ মাস বাড়ি ছাড়া থাকতে হয় ।তারপরও ওনার সাহসে বিন্দুমাত্র চির ধরেনি । দুরারোগ্য মধুমেহ রোগে ভুগে মাত্র ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন।নিরঞ্জন নগর কলোনি মাতৃহারা হলো । পশু পক্ষীর উপরও তার মমতা ছিলো খুবই চোখে পড়ার মতোই ।এলাকার প্রায় ৮ – ১০ টি কুকুর তার রান্না করা ভাতের প্রতীক্ষায় প্রতিদিন বসে থাকে। ।তারাও আজ খুবই বিষন্ন । সুজাতা ঘোষ লাল সেলাম –
অজিত কর্মকারঃ-CPI(M) ব্যাণ্ডেল-কোদালিয়া এরিয়া কমিটি উদ্যোগে রবীন্দ্রনগর বাজারে এর সামনে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, কর্পোরেট স্বার্থবাহী বাজেট এবং আদানী গোষ্ঠীর জালিয়াতি ও কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা। বক্তব্য রেখেছেন–সৈকত সো (CPI(M) হুগলী জেলার সদস্য) অজিত কর্মকার, কিশোর মন্ডল, সোমনাথ কর।