জেলা

আজকের হুগলি জেলার সংবাদ—


চিন্তন নিউজ: চৈতালি নন্দী:- চন্দননগর:– চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটির ডাকে পৌরসভার ব‍্যাপক দূর্নীতির প্রতিবাদে আগামী ৭ই অক্টোবর ডেপুটেশনের প্রস্তুতিতে আজ একটি পথসভা অনুষ্ঠিত হোলো চন্দননগর বিদ‍্যালঙ্কার মোড়ে। এই সভায় বক্তব্য রাখেন চন্দননগর নাগরিক কমিটির সম্পাদক সুশান্ত মুখার্জি, অজয় চক্রবর্তী, হীরালাল সিংহ, ঐক‍তান দাসগুপ্ত সহ প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন ফরোয়ার্ড ব্লক ও জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ।

জয়দেব নিয়োগী:- চুঁচুড়া:–কোভিড অতিমারির কারণে গত ছয়মাস ধরে রক্ত সংগ্রহে ভাটা পড়েছিল। রক্তের অভাবে ধুঁকতে থাকা ব্লাড ব্যাংক এবং নিয়মিত রক্ত নিতে হয় এমন মানুষ অত্যন্ত অসুবিধার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে গড়বাটি আমরা কয়েকজন ক্লাব ও চুঁচুড়া সেন্স সোসাইটির যৌথ উদ্যোগে একটি রক্ত দান শিবিরে আজ চুয়ান্ন জন রক্ত দান করেন। গড়বাটি আমরা কয়েকজন ক্লাব একটি সুবর্ণ জয়ন্তী অতিক্রান্ত সামাজিক সংগঠন। গত ত্রিশ বছর ধরে তারা নীরবচ্ছিন্ন ভাবে এই রক্ত দান শিবির আয়োজন করে আসছেন যার নজির অত্যন্ত বিরল। চুঁচুড়া সেন্স সোসাইটি অটিজম ও বৌদ্ধিক প্রতিবন্ধকতা যুক্ত শিশু ও কিশোরদের প্রশিক্ষণ ও সামাজিক পুনর্বাসনের কাজ করে চলেছে গত আট বছর ধরে। এই দুটি সংগঠন হাত মিলিয়ে লকডাউন পর্বে এপ্রিল মে মাসে মগরা চুঁচুড়া ব্লক, পোলবা দাদপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় এবং চুঁচুড়া সদরে বস্তি অঞ্চলে বসবাসকারী হাজারের বেশি প্রান্তিক, দরিদ্র এবং প্রতিবন্ধকতা যুক্ত মানুষের কাছে চাল ডাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। গোটা জুন মাস ধরে কমিউনিটি কিচেন থেকে প্রতিদিন গড়ে আড়াইশো কাজ হারানো দরিদ্র মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে। এই বছর প্রথম সেন্স সোসাইটি রক্ত দান শিবির পরিচালনাতেও গড়বাটি আমরা কয়েকজন ক্লাবের সঙ্গে একসঙ্গে কাজ করল। প্রয়াত সমাজকর্মী রাজেশ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে আজকের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়। দুই সংস্থার সদস্যবৃন্দ, এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি, সংস্থার পৃষ্ঠপোষক এবং বিশিষ্ট অতিথি হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ ডিপার্টমেন্ট এর জয়েন্ট কমিশনার মাননীয় শ্রী রাহুল সামন্ত মহাশয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমস্ত রকম সরকারি নির্দেশিকা মেনে ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আগত চিকিৎসক ও চিকিৎসা সহায়ক কর্মীরা রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের শংসাপত্র ও উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।

রুদ্র চক্রবর্তী:– ত্রিবেনী:–সিপিআই(এম) ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রাহটি এরিয়া কমিটির সদস্য শঙ্কর মণ্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয় বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক অনির্বাণ সরকার,সৈকত সো সিপিআই(এম) হুগলি জেলা কমিটির সদস্য সহ আরো অনেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।