সোমনাথ ঘোষ:— চিন্তন নিউজ :১২ই সেপ্টেম্বর,২০২০:- আজ সকালে ও বিকালে চন্ডীতলার ১ এরিয়া কমিটির শিয়াখালা বিশ্বাসপাড়া ও সন্ধিপুর সুবলহাড়ায় সংখ্যালঘু পাড়ায় জন সংযোগ ও গন অর্থ সংগ্রহের কর্মসূচিতে। মানুষ বলছে লাল ঝান্ডাকে দ্রুত ফিরিয়ে আনতে হবে।নাহলে এই অনাচার লুট বন্ধ করা যাবে না। কর্মসূচিতে ছিলেন কমরেড রঘুনাথ ঘোষ কমরেড সোমনাথ ঘোষ কমরেড তপন ব্যানার্জি, সুরজিত মালিক কমরেড কিশোর ভট্টাচার্য।
মগরা থেকে সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মগরা- দিগসুই- সপ্তগ্রাম এরিয়া কমিটির অন্তর্গত ৪নং শাখাতে বাড়ি বাড়ি জনসংযোগ ও গন অর্থ সংগ্রহ কাজ চলছে ।
হুগলি জেলার তারকেশ্বর থেকে সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি অঞ্চলে বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ সংগ্রহ ডাক দিয়েছে সেই কারনে আজ তারকেশ্বর নাইটায় ২০১১ সালের পর এই প্রথম শাসক দলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে চললো বাড়ি বাড়ি জনসংযোগ গন অর্থ সংগ্রহ কর্মসূচি। এলাকার মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে নেতৃত্ব দাবি ।
সুপর্না রায় জানাচ্ছেন যে পড়শিদের সঙ্গে মেলামেশা করায় আপত্তি ছিল বাবার। কিন্তু মেয়ে ফুলকুমারী খুব মিশুকে। আর এটাই কাল হলো ফুলকুমারীর। পড়শিদের সঙ্গে গল্প করার অপরাধে বাবা ও দাদা দুজন মিলে মেয়েটিকে গলা টিপে হত্যা করে। বাবা ও দাদা কে গ্রেফতার করেছে পুলিশ।
সুপর্না রায় জানাচ্ছেন যে হাওড়ার পর এবার হুগলি শহরের বিস্তৃর্ণ এলাকাতে চোখ রাঙাচ্ছে করোনা। বিশেষজ্ঞদের ধারণা ছিল আর সেটাই হলো। করোনা রোগীদের সংখ্যা হুহু করে বাড়ছে তাই হুগলি জেলার অধিকাংশ এলাকা কোয়েরান্টাইন জোন হিসেবে ঘোষণা করা হবে। এই নির্দেশ কার্যকর হলেই সমগ্র হুগলি জেলা লকডাউন এর আওতায় পড়বে। দোকান থেকে বাজারে সবকিছু বন্ধ করে দেওয়া হবে। প্রশাসন এর তরফ থেকে জানানো হয়েছে শ্রীরামপুর, ভদ্রেশ্বর, চনন্দনগর, চাপদানি, কোন্নগর, উত্তর পাড়া- কোতরঙ ও ডানকুনি পুরসভা র সবকটি ওয়ার্ড কোয়ারেন্টাইন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। হুগলি জেলা যে করোনা প্রকোপ এ পড়তে চলেছে প্রশাসন কর্তারা আগেই আন্দাজ করতে পেরেছিলেন তাই বালি খালের দিকের রাস্তা বন্ধ করা হয়েছিল। কিন্তু তাতেও সমস্যা মেটে নি। সুতরাং সমগ্র হুগলি জেলাকে লকডাউন এর আওতায় আনা হচ্ছে।