চিন্তন নিউজ::–, ১৪ই ফেব্রুয়ারী ::-আগামী বিধানসভা ভোটের প্রচার শুরু করে কমিউনিস্ট পার্টি। কৃষ্ণরামপুরের দত্তপুরে সিপি আই এমের নির্বাচনী সভার মাধ্যমে শুরু হয়ে গেল সিপিআইএমের নির্বাচনী সভা। নির্বাচনী সভায় উপস্থিত ছিল সিপি আই এমের হুগলি জেলার সম্পাদক কমঃ দেবব্রত ঘোষ, সিপি আই এম কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ ত্রিদিব ভট্টাচার্য, ডি ওয়াই এফ আই হুগলি জেলা সম্পাদক কমঃ অভিজিৎ অধিকারী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
এদিকে আজ পুরশুড়া থেকে খানাকুলের বালিপুর পর্যন্ত মহামিছিলে ও জনসভায় জনজোয়ার । ২০১১ সালের পর প্রথম এই কর্মসূচি । হাজার হাজার মানুষ যেভাবে বাড়ি থেকে, মাঠ থেকে ছুটে এসে অভিবাদন জানিয়েছেন তা তুলনাহীন । শেষ পর্যন্ত দীর্ঘ পথ মিছিলে নেতৃত্ব দিলেন কমরেড বিমান বসু । ছিলেন জনাব আব্দুল মান্নান ও কমরেড সুদর্শন রায় চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ ।
আবার এদিকে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ(ইউ সি আর সি) হুগলী জেলা কমিটির বিশেষ সাংগঠনিক কনভেনশন ১৪ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার দুপুরে মানকুন্ডুতে অনুষ্ঠিত হয়। কনভেনশনের শুরুতে ইউ সি আর সি পতাকা উত্তোলন করেন ইউ সি আর সি হুগলী জেলার কার্যকরী সভাপতি দেবগোপাল চক্রবর্তী। কনভেনশনের উদ্বোধন করেন ইউ সি আর সি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক দীপক ভট্টাচার্য। প্রতিবেদন পেশ করেন হুগলী জেলা কমিটির পক্ষে সোমনাথ চক্রবর্তী। এই কনভেনশনে জেলার ১৬ আঞ্চলিক কমিটি এবং বাস্তুহারা কলোনি থেকে ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা করেন ৯ জন প্রতিনিধি। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বি জে পি – এই দুই দলকে পরাজিত করে রাজ্যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠন করার আহ্বান জানান সি পি আই (এম) হুগলী জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়। কনভেনশনের সাফল্য কামনা করে অভিনন্দন জানান সি আই টি ইউ ‘ র পক্ষে অংশুমান ঘোষ ও ইউ সি আর সি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে সঞ্জীব বক্সী। শেষে ৩৭ জনকে নিয়ে নতুন জেলা কমিটি তৈরি করা হয়। নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সোমনাথ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ হয়েছেন শম্ভু ভট্টাচার্য। কনভেনশন পরিচালনা করেন দেবগোপাল চক্রবর্তী ও ভবতোষ পাল কে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। কনভেনশনে উপস্থিত ছিলেন হুগলী জেলার প্রবীণ নেতা রেবতী সাহা।
২০১৯ সালের পুলওয়ামা বিষ্ফোরণ কান্ডে ৪২ জন জওয়ান এর প্রান চলে গিয়েছিল ।। আজ পুলওয়ামা ও কৃষক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চন্ডীতলা বিধানসভা ও লাগোয়া জাঙ্গীপাড়া, সিঙ্গুর বিধানসভার পার্টি কর্মীদের নিয়ে নির্বাচনী কর্মীসভা আজ কৃষ্ণরামপুরে অনুষ্ঠিত হলো। সভায় কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, কমরেড দেবব্রত ঘোষ আগামী দিনে কমরেডদের কাজ নিয়ে বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন কমরেড ভক্তরাম পান।