জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ- তপনজ্যোতি বেরাঃ-২৭ আগস্ট ২০২১, চুঁচুড়া, হুগলী : রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, হুগলী জেলা শাখার উদ্যোগে পেট্রোপন্য সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ , সকলের জন্য বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ ,শূন্যপদে স্থায়ী নিয়োগ ,কেন্দ্রীয় হারে বকেয়া ২৫ শতাংশ মহার্ঘভাতা প্রদান সহ কর্মচারী ও জনস্বার্থবাহী কেন্দ্রীয় ৫ দফা ও জেলাগত ১ দফা ভোট ৬ দফা দাবীতে মাননীয়া জেলা শাসক মহাশয়ার নিকট ডেপুটেশন ও তৎপরবর্তীতে টিফিন বিরতিতে কোভিড বিধিকে মান্যতা দিয়ে কালেক্টরেট সংলগ্ন লালবাড়ীর সামনে ৫০ জন পেনশনার্স ও কর্মচারী বন্ধুদের উপস্থিতিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। জেলা সংগঠনের যুগ্ম-সম্পাদক তপনজ্যোতি বেরা দাবী প্রস্তাব উত্থাপন করেন। জেলা সম্পাদক সুশান্ত কুমার ব্যানার্জী ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সম্পাদক দেবব্রত রায় দাবী সমূহের সমর্থনে বক্তব্য রাখেন। সংগঠনের অন্যতম সহ-সভাপতি শুভজিৎ মন্ডল সভা পরিচালনা করেন।

জয়দেব ঘোষঃ-আজ তারকেশ্বরের নছিপুর হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচিতে সি পি আই(এম)ক্যাম্প।

আজ পান্ডুয়া এরিয়া কমিটির অন্তর্গত ক্ষীরকুন্ডি নামাজগ্রাম নিয়ালা পঞ্চায়েত এলাকায় বামপন্থী কর্মীরা দুয়ারে ক্যাম্পে মানুষের পাশে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।