চিন্তন নিউজ, ২২ অক্টোবর, জয়দেব ঘোষ, মগরা: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রর উদ্যোগে করোনা জনিত লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষদের জন্য শারদ উৎসবের প্রাক্কালে জনতার পোশাক বাজার অনুষ্ঠিত হয়ে গেল গতকাল ব্যান্ডেল মোড় পি.আর.সি ভবনে। এলাকার মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে।
শঙ্কর কুশারী, চন্দননগর: উপার্জনহীন রেল হকারদের পাশে চন্দননগরের সবুজের অভিযান। মার্চ মাসের শেষে লকডাউনের সময় থেকে রেল পরিষেবা বন্ধ হবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে রেল হকারদের রুজি রোজগারের পথ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতির বন্যা বর্ষিত হলেও রেল হকারদের আর্থিক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। নিশ্চিত নয় রেল পরিষেবা কবে চালু হবে। সারাদেশে এদের সংখ্যা কয়েক লক্ষ। আমাদের রাজ্যে এদের সংখ্যা কমবেশী ৭০ হাজার। শুধুমাত্র হাওড়া- ব্যান্ডেল লাইনে কাজ করেন ২ হাজারের বেশি হকার।
এই পরিস্থিতিতে চন্দননগর সবুজের অভিযানের পক্ষ থেকে বিপন্ন রেল হকারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। আজ মূলত চন্দননগর, চুঁচূড়া ও ভদ্রেশ্বর এলাকায় বসবাসকারী হাওড়া-ব্যান্ডেল -বর্ধমান মেন লাইনের কিছু হকারকে শারদোৎসবের প্রাক্কালে সবুজের অভিযান প্রাঙ্গণে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত করার ইচ্ছাও প্রকাশ করা হয়।
আবীর মুখোপাধ্যায়, পান্ডুয়া: বিধায়ক আমজাদ হোসেনের উপস্থিতিতে কোটালপুকুর গ্রামে বস্ত্র বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন কমরেড কল্যান বন্দ্যোপাধ্যায়, সালেক মিঞা, নুর মোহাম্মদ ও শেখ রাজা।
সায়ঙ্ক মন্ডল, শ্রীরামপুর: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে শুরু হলো মার্কসীয় সাহিত্য স্টল। প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত স্টল চলবে বলে জানা গেছে।
উত্তর পাড়া-কোতরং গণতান্ত্রিক নাগরিক সমিতির ১৮ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে গতকাল (২১শে অক্টোবর) সন্ধ্যা ৬.৩০টায় ওয়ার্ডের প্রান্তিক মানুষদের (প্রায় ২০০ জন) শাড়ী ও লুঙ্গী বিতরন করা হয়। উপস্থিত ছিলেন নাগরিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবীপ্রসাদ বসুরায়, সম্পাদক সলিল দত্ত ও প্রাক্তন সাংসদ শান্তশ্রী চ্যাটার্জী সহ ওয়ার্ডের নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড কমিটির সভাপতি অসিত রায়।
করোনা আবহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরুর ঠিক আগে উত্তরপাড়া কোতরং পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের SFI DYFI এর পক্ষ থেকে সমস্ত পূজা প্যান্ডেল ও তার পার্শ্ববর্তী অঞ্চল স্যানিটাইজেশনের কাজ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে তারা লকডাউন, আমফানে যেভাবে সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করেছিল, এখনও তারা মানুষের সাথে থেকে কাজ করে যাবে।
জয়দেব ঘোষ, পান্ডুয়া: ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির অন্তর্গত মগরাতে শারদীয় উৎসব উপলক্ষে মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধনী বক্তব্য রাখছেন পার্টি নেতা প্রাক্তন বিধায়ক কমরেড আশুতোষ মুখোপাধ্যায়।উপস্থিত আছেন সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পরিতোষ ঘোষ।
সোমনাথ ঘোষ, শ্রীরামপুর: ৫০ বর্ষ পূর্তি শিয়াখালা মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্রের। ১৯৭১ সালের উত্তাল সময়ে শুরুর পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর শারদীয়া উৎসবে কমরেডরা সেই ঐতিহ্য বহন করে চলেছে। এই বছর অতিমারী পরিস্থিতিতে সব রকম বিধিনিষেধ মেনে এই স্টল চলছে। আজ সন্ধ্যায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন শিয়াখালা ৪টি শাখার সবচেয়ে কনিষ্ঠতম পার্টি কমরেড ইন্দ্রজিত কোলে। মার্কসীয় সাহিত্যের গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন চন্ডীতলা ১ এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড সোমনাথ ঘোষ। সভাপতিত্ব করেন প্রবীন কমরেড রঘুনাথ ঘোষ।
জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, উত্তরপাড়া: মাখলা এরিয়া কমিটি এলাকার কলেজ বাস স্ট্যান্ডে মার্কসীয় পত্র-পত্রিকার স্টল আজ উদ্বোধন হয়েছে। রক্তপতাকা উত্তোলন করে স্টল উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্রবীন পার্টি নেতা কমরেড শান্তশ্রী চ্যাটার্জী।