চিন্তন নিউজঃ-২১শে জানুয়ারি:- দেবারতি বাসুলী:– হুগলী জেলার জাঙ্গীপাড়া থানা কৃষক সভা’র উদ্যোগে আজ ইং- ২১ শে জানুয়ারী’ ২০২২ শুক্রবার সকালে জাঙ্গীপাড়া অঞ্চল কৃষক সভা এলাকার জাঙ্গীপাড়া গ্রামে’র শিবতলা ও ভাঙা দালান সংলগ্ন পাড়ায় কৃষক সভা’র নিবিড় সভ্য সংগ্রহ অভিযান কর্মসূচী পালিত হয়। বেলা ১০-৩০ মি: থেকে দুপুর ১-০০ টা পর্য্যন্ত প্রায় আড়াই ঘন্টা ধরে বাড়ী বাড়ী ঘুরে এই কর্মসূচীতে মোট- ২৫২ জন’কে সভ্য করা হয়। এই সময়ের মধ্যে তাঁতী-গরীব দিনমজুর- মধ্যবিত্ত অধ্যুষিত মিশ্র এলাকায় প্রায় ১০০ বাড়িতে যোগাযোগ ও আলাপ আলোচনায় মানুষের থেকে ভাল সাড়া পাওয়া যায়। আজকের কর্মসূচীতে অংশ নেন হুগলী জেলা কৃষক সভা’র সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য যথাক্রমে ভক্তরাম পান, স্নেহাশিস রায়, রঘুনাথ ঘোষ, মুন্সী আব্দুস সাত্তার, জাঙ্গীপাড়া থানা কৃষক সভা’র সভাপতি, সম্পাদক ও সদস্য যথাক্রমে পবিত্র সিংহ রায় ও তপন রায়, মনোরঞ্জন মালিক, নারায়ণ কোলে, জাঙ্গীপাড়া থানা খেতমজুর ইউনিয়নের সভাপতি সুদীপ্ত সরকার, জাঙ্গীপাড়া অঞ্চল কৃষক সভার সভাপতি কামরুল আলি খান সহ অন্যান্য কৃষক কর্মীবৃন্দ।
সভ্য সংগ্রহ কর্মসূচী শেষে নেতৃত্ব ও কর্মীবৃন্দ পার্শ্ববর্তী আঁটপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যোমনগর গ্রামে “জাঙ্গীপাড়া থানা রেড ভলান্টিয়ার্স” আয়োজিত ‘অষ্টম রক্তদান শিবির’-এ যোগ দেন এবং আয়োজক, রক্তদাতা ও কর্মীবৃন্দকে শুভেচ্ছা, অভিনন্দন জানান। এখানে ভ্রাম্যমান বাসে অনুষ্ঠিত শিবিরে মোট ২৭জন রক্তদান করেন।
বিকাল ৩-০০টা থেকে জাঙ্গীপাড়া থানা কৃষক সভা’র কেন্দ্রীয় কার্যালয়ে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে থানা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আজ শ্রীরামপুরে সিপিআই(এম) হুগলী জেলা কমিটির দপ্তরে এসে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি হুগলী জেলার প্রাক্তন সম্পাদক কমরেড শম্ভুনাথ সেনগুপ্ত গণশক্তি তহবিলে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন সি পি আই এম হুগলী জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য কমরেড দেবব্রত ঘোষের হাতে।
জয়দেব ঘোষঃ- অবিলম্বে বিদ্যালয়ে শিশুশ্রেণী থেকে পঠন পাঠন চালু করার দাবিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা কমিটির পাণ্ডুয়া চক্রের দেওয়াল লিখন।