চিন্তন নিউজ::::—-২৫ শে ফেব্রুয়ারি: প্রতিটি কমরেড এইসময় ব্রিগেড সমাবেশ নিয়ে ব্যস্ত ।। তাছাড়াও আরও অন্যান্য খবর দিয়ে সাজানো হুগলি জেলার সংবাদ:আজ ব্রিগেড সমাবেশের সর্মথনে আজ সি. পি. আই(এম) – এর ডাকে ভাস্তারায় পথসভা হয়। হুগলি জেলার দাদপুর এরিয়া কমিটি উদ্যোগে ব্রিগেডের সমর্থনে হারিট হাটে পথসভা হয়। এই সভায় সভাপতিত্ব করেন শীতল চালক, বক্তব্য রাখেন কমরেড বিকাশ ঘোষ, কমরেড কৃশানু ঘোষ, কমরেড সৌমেন্দ্রনাথ ঘোষ, কমরেড নকুল মালিক, কমরেড নাসির হালদার, কমরেড মহ:মাহফুজ।
আবার এদিকে ২৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে একাধিক দাবি নিয়ে গোঘাটের শান্তিপুর থেকে বদণগঞ্জ পযন্ত বামফ্রন্টের মহামিছিল ও পথসভা। উপস্থিত ছিলেন হুগলী জেলা কমিটি র সম্পাদক কমঃ দেবব্রত ঘোষ। ১০বছর পর নিজের সম্রজে আত্মবিশ্বাসী গোঘাটের সিপিআইএম নেতা অভয় ঘোষ। বামেরা ফিরছেই সংগঠিত করলেন।। –
সামনেই বিধানসভা নির্বাচন, যেকোনো দিন নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করতে পারে, তাই আজকে থেকে ডানকুনি পৌর অঞ্চলে শুরু হয়ে আগামী নির্বাচনের জন্য সিপি আই এমের দেওয়াল লেখার কাজ। আজ এদিকে আবার শ্রীরামপুরে তারাপুকুর সংলগ্ন অঞ্চলে বাম ও কংগ্রেসের উদ্যোগে ব্রিগেড সমর্থনে সভা অনুষ্ঠিত হয় । সভার সভাপতিত্ব করেন শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক তথা হুগলী জেলা কমিটির সদস্য কমরেড মিঠুন চক্রবর্তী । মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কমরেড পলাশ দাস ( রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য) এছাড়াও উপস্থিত ছিলেন হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তীর্থঙ্কর রায় সহ বাম ও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
মাতৃভাষা দিবস উপলক্ষে ইস্ট্রান রেলওয়ে মেন্স ইউনিয়ন হাওড়া ১ নং শাখার উদ্যোগে
সর্টিং ইয়ার্ডের যুব ও মহিলা কমিটির পরিচালনায় ৫০ জন রক্তদান করেন ।
কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, কমরেড অমিয় পাত্র, কমরেড সুদর্শন রায়চৌধুরী,ও কমরেড দেবব্রত ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ এর উপস্থিতিতে গোঘাট থানা এলাকায় বামফ্রন্ট এর ফাঁকে শান্তিপুর থেকে কয়াপাট অবধি এক মহামিছিল হয়।। গোঘাট থানা বামফ্রন্টের ডাকে
শান্তিপুর থেকে কয়াপাট মহামিছিল ও সভা।
তিন কালা কৃষি আইন বাতিলের দাবীতে
নিত্যপ্রয়োজনী জিনিসের লাগাতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃনমূলের অপশাসন , গনতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবীতে ব্রিগেড সমাবেশ সফল করতে এই মহামিছিল অনুষ্ঠিত হয়।।
আবার এদিকে শহীদ কম:মইদুল মিদ্দার পরিবার এর পাশে দাঁড়াবার জন্য সাহায্য সংগ্রহ চলছে জেলা বার্ষিক সাধারণ সভায়।
আজ এসএফআই শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির অন্তর্গত এসএফআই উত্তর ইউনিটের উদ্যোগে,
হুগলী জেলা বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করছেন রাজ্য সভাপতি কমরেড দেবাশীষ দত্ত।রাজ্য নেতৃবৃন্দকে বরণ করে নেওয়া হলো।।শোক প্রস্তাব পাঠ কমরেড মানসী চক্রবর্তী।পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান জেলা সভাপতি কমরেড মানস ভঞ্জ।।জেলা বার্ষিক সাধারন সভায় প্রতিবেদন পাঠ ও শহীদ বেদীতে মাল্যদান কমরেড কমল মল্লিক।হুগলী জেলা বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন রাজ্য সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিত।নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কমরেড মহ: আলাউদ্দিন হুগলী জেলা বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন।জেলা বার্ষিক ১৫তম সাধারণ সভার মঞ্চ থেকে সংগঠনের পত্রিকা ” শিক্ষা সমাচার ” এর গ্রাহক সংখ্যার নিরীখে ষষ্ঠ স্থান অধিকারের পুরস্কার গ্রহণ বৈচি চক্রের পক্ষে ।।