জেলা

হুগলি জেলার সংবাদঃ-


২৯ শে অগাষ্টঃ- চিন্তন নিউজঃ—– সায়ক — রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অতীত ঐতিহ্যের পথ বেয়ে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আজ বেলা ১১ টায় প্রিয় সংগঠনের হুগলী জেলা শাখার উদ্যোগে চুঁচুড়া মিয়ারবেড়স্থিত সমিতি ভবনে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি প্রতিপালিত হলো। জেলা সংগঠনের অন্যতম সহ-সভাপতি তমালী ত্রিপাঠী প্রাথমিক পর্বের সংক্ষিপ্ত সভা পরিচালনা করেন। রক্তদান কর্মসূচি উপলক্ষ্যে গঠিত প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুজিত চ্যাটার্জী ও জেলা সম্পাদক সুশান্ত কুমার ব্যানার্জী তাঁদের বক্তব্যে সংগঠন- আন্দোলন- সংগ্ৰাম এবং রক্তদানের প্রাসঙ্গিকতা উপস্থাপিত করেন। ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ড: স্বপন কুমার দলুই ‘রক্তদান জীবন দান’-এর তাৎপর্য তুলে ধরেন। পরিবার-পরিজন সহ সংগঠনের কর্মী-নেতৃত্ব ও অনুগামী কর্মচারী বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মূল কর্মসূচি উৎসবের চেহারা পায়। ৪ জন মহিলা সহ মোট ৪৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

জয়দেব ঘোষ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটী এরিয়া কমিটির উদ্যোগে ২৮ শে আগষ্ট কমরেড প্রবীর সেনগুপ্ত ভবনে অনুষ্ঠিত হল পার্টির শিক্ষা শিবির। ” কমিউনিস্ট পার্টি কি ও কেন ” এই বিষয়ে আলোচনা উপস্থাপন করেন পার্টির হুগলী জেলা কমিটির সদস্য কমরেড সৈকত শোঁ সভায় শতাধিক পার্টি সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড অনির্বাণ সরকার।

সোমনাথ ঘোষঃ- হুগলীর চন্ডীতলা এলাকার হরিপুরে অঞ্চল কৃষক সমিতির ২৩ তম সম্মেলন অনুষ্ঠিত হল।সম্মেলনের উদ্বোধন করেন কমরেড সোমনাথ ঘোষ। উপস্থিত ছিলেন কম লক্ষী মালিক কম সন্তোষ ঘোষ, কম রত্না হাজরা কম রতন পাত্র সহ অন্যান্য নেতৃত্ব ।

আজ প্রয়াত কমরেড সুদর্শন রায়চৌধুরীর স্মরণসভায় প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কমরেড বিমান বসু, কমরেড, শ্রীদীপ ভট্টাচার্য, কমরেড শমীক লাহিড়ী,কমরেড দেবব্রত ঘোষ, কংগ্রেস নেতা জনাব আব্দুল মান্নান, সুদর্শন রায়চৌধুরীর সহধর্মিনী পার্টি নেত্রী কমরেড মীনা রায় চৌধুরী, পুত্র অভিরূপ রায়চৌধুরী ও পুত্রবধু, নাতি সহ অন্যান্যরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।