চিন্তন নিউজঃ- ৩১শে অক্টোবর:- জয়দেব ঘোষঃ-এক মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হুগলি জেলার বৈদ্যবাটী….অনেক মানুষের প্রাণ বাঁচল….কাল রাতে বৈদ্যবাটী জি.টি.রোড চৌমাথার দিক থেকে ভয়ঙ্কর গতিতে আসা একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১০নং রেল গেট ভেঙে সোজা সিঁড়ি ভেঙে নেমে যায় নিমাইতীর্থ গঙ্গা ঘাটের তলায়, সামান্য কিছু দূরত্বের জন্য নিমাইএর মূর্তি বেঁচে যায়…. সকালে ক্রেনের মাধ্যমে লড়িটিকে উদ্ধার করা হয়।
সি.পি.আই (এম) শ্রীরামপুর পূর্ব এরিয়া দ্বিতীয় সম্মেলন সফল হলো।
সি পি আই এম বৈদ্যবাটী -এরিয়া কমিটির উদ্যোগে লাগামছাড়া দ্রব্যমূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোন্নগর এরিয়া ২’য় সম্মেলন থেকে পুনরায় এরিয়া কমিটির সম্পাদক নির্বাচিত হলেন কমরেড অভিজিৎ চক্রবর্তী। নবনির্বাচিত এরিয়া কমিটির সকল সদস্যদের অভিনন্দন। সিপিআই(এম) কোন্নগর এরিয়া ২’য় সম্মেলনে গণশক্তি পত্রিকার গ্রাহক কমরেড অনিতা চক্রবর্তী ৭০০০/- টাকা আর্থিক সাহায্য তুলে দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্যের হাতে। পার্টির কোন্নগর এরিয়া কমিটির সদস্য কমরেড প্রশান্ত ব্যানার্জী গণশক্তি তহবিলে ১০,০০০/- টাকা আর্থিক অনুদান তুলে দেন পার্টির হুগলী জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষের হাতে।
কোন্নগর এরিয়া কমিটি অন্তর্গত বারুজীবী শাখা দপ্তরের জন্য শাখা সম্পাদক কমরেড অশোক সমাদ্দারের হাতে জমির দলিল তুলে দেন পার্টির হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় ও কমরেড শ্রুতিনাথ প্রহরাজ। রক্তপতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোন্নগর এরিয়া ২’য় সম্মেলন। পতাকা উত্তোলন করেন কোন্নগর এরিয়া কমিটি এলাকার প্রবীণতম পার্টি সদস্য কমরেড বাসুদেব ইন্দ্র।
সি পি আই এম চুঁচুড়া এরিয়া দ্বিতীয় সম্মেলন থেকে পুনর্নির্বাচিত সম্পাদক হলেন কমরেড সোমনাথ ব্যানার্জী।
কমরেড অরিজিৎঃ-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)চণ্ডীতলা ২এরিয়া কমিটির উদ্যোগে জনাই পঞ্চবটী হইতে বেগমপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল।