চিন্তন নিউজঃ ৩রা নভেম্বর:– – সিদ্ধার্থ গুহঃ-ডি ওয়াই এফ আই এর ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ডানকুনি লোকাল কমিটির অন্তর্গত মৃগালা-২ ইউনিট এর তরফ থেকে পতাকা উত্তোলন করা হলো স্নেহেন্দু বিকাশ ভবনে।। পতাকা উত্তোলন করেন মৃগালা ২নং ইউনিটের সভাপতি কমঃ সনৎ রায়।
কমরেড অরিজিৎঃ-আজ বিকেলে, অসহনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে, সিপিআইএম চন্ডীতলা ২ এরিয়া কমিটির আহ্বানে,কেন্দ্র ও রাজ্যের শাসকের বিরুদ্ধে মিছিল। কলাছড়া থেকে খানাবাটী পায়রাগাছা হয়ে নৈটী পঞ্চাননতলায় শেষ হয়।
সোমনাথ ঘোষঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চন্ডীতলা এডেড এরিয়া কমিটির সদস্যা ও মহিলা নেত্রী কমরেড চায়না চ্যাটার্জি পাড়ি দিলেন না ফেরার দেশে আজ সকালে শ্রীরামপুরে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বৎসর।
কমরেড দীপনঃ-চুঁচুঁড়া এরিয়া কমিটির উদ্যোগে শ্বেত শুভ্র পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে ডি ওয়াই এফ আই এর প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।
জয়দেব ঘোষঃ-ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪২তম প্রতিষ্ঠা দিবস উৎযাপন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক এলাকায় অবস্থিত রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর বাজারে গতকাল গভীর রাতে একদল দুস্কৃতি কমরেড জ্যোতি বসুর ছবি ও লাল পতাকা ছিঁড়ে দেয়। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) উত্তরপাড়া-মাখলা এরিয়া কমিটি ও রঘুনাথপুর শাখা এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে। আজ সকালে কমরেড জ্যোতি বসুর ছবি ও লাল পতাকা পুনরায় লাগানো হয় এবং ডানকুনি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সন্ধ্যায় রঘুনাথপুর বাজারে এই ঘটনার প্রতিবাদ করে এবং অবিলম্বে দুস্কৃতকারীদের গ্রেফতার করার দাবি জানিয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
আজ বিদ্যালয় খোলা ,বকেয়া D.A,WBHC 2008 ,প্রধান শিক্ষক নিয়োগ সহ একগুচ্ছ দাবী তে A.B.P.T.A পুরশুরা উত্তর চক্রের পক্ষ থেকে S.I মহাশয়া র নিকট ডেপুটেশন দেওয়া হলো।উনি দাবী গুলির প্রতি সমর্থন করেছেন ও যেগুলি ওনার পক্ষে সমাধান সম্ভব সেগুলির দ্রুত সমাধানের সম্মতি প্রদান করেছেন।