চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ৫ই অক্টোবর:– –আজ এন আই ও এস দফতরে কর্মরত শিক্ষাকদের ডি এল এড প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব।রাজ্য সভাপতি দেবাশীষ দত্ত, রাজ্য সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিত এর উপস্থিতিতে সমিতিগত চিঠি নিয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুর পূর্ব এরিয়া দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে প্রয়াত কমরেড সুদর্শন রায়চৌধুরী ও কমরেড অসিত মুখার্জী নগর (শ্রীরামপুর) ও প্রয়াত কমরেড ব্রজেন ভৌমিক ও কমরেড মৃদুল ঘোষ মঞ্চ (রবীন্দ্র ভবন) এ আগামী ৩০ শে অক্টোবর ২০২১। আজ সম্মেলনের লোগো প্রকাশিত করেন সি পি আই এম হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় ও কমরেড তীর্থঙ্কর রায়। উপস্থিত ছিলেন সি পি আই এম হুগলী জেলা কমিটির সদস্য কমরেড সুমঙ্গল সিং ও অন্যান্য নেতৃত্ব।
ডি ওয়াই এফ আই ১৯ তম রাজ্য সন্মেলনের প্রতিনিধিদের মধ্যে রাজনৈতিক কারনে সর্বোচ্চ ৯ বছর আত্মগোপনে থাকতে হয়েছে আমাদের হুগলী জেলার বিশ্বজিৎ চৌধুরীকে। সংগ্রামী অভিনন্দন।
উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে বিজেপির মন্ত্রী পুত্র কৃষক আন্দোলনরত কৃষকদের গাড়ির চাকায় পিষে এবং গুলি করে হত্যার অপরাধে হুগলির বিভিন্ন জায়গায় আজ প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।বৈঁচী,জাঙ্গীপাড়া,কোন্নগর প্রভৃতি এলাকায় প্রতিবাদ মিছিল ও অবরোধ করা হয় সি পি আই এম বিভিন্ন এরিয়া কমিটির উদ্যোগে।
আজ ৩১ নং জাঙ্গীপাড়া–শ্রীরামপুর রাস্তা সংস্কারের দাবীতে আজ গঙ্গাধরপুর বাজারে বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী।
আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার সিঙ্গুর আর সিঙ্গুর পূর্ব চক্রের যৌথ উদ্যোগে মাননীয়া এস আই ম্যাডামকে চক্রের বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন সংগঠিত হয়।