চিন্তন নিউজঃ-১৭ই নভেম্বর:– সিদ্বার্থ গুহঃ-এসএফআই দীর্ঘদিন ধরে কোভিড বিধি মেনে ইস্কুল কলেজ খোলার দাবীতে আন্দোলন চালিয়েছিল। রাজ্য সরকার সেই দাবী মানতে বাধ্য হয়েছে।
আজ সকালে ভারতের ছাত্র ফেডারেশন কোন্নগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মাস্টারপাড়ার রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে ওয়েলকাম নোট, স্যানিটাইজার এবং নয়া জাতীয় শিক্ষানীতি বিরোধী প্রচারপত্র বিতরণ করা হয়। প্রায় ১৭০জন ছাত্র ছাত্রীদের হাতে স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআই হুগলী জেলা কমিটির সভাপতি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অর্ণব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেবারতি বাসুলীঃ-আগামী ১১ থেকে ১৯ ডিসেম্বর শহরের সব রাস্তার অভিমুখ হবে চুঁচুড়া ময়দান…. প্রাণের মেলা… বইয়ের মেলা…. হুগলী-চুঁচুড়া বই মেলা ।
সোমনাথ ঘোষঃ-আজ ডানকুনি তে সি পি আই এম হুগলি জেলা কমিটির সভায় গনশক্তি তহবিলের জন্য পার্টির হুগলি জেলা কমিটির সদস্য ,হুগলি জেলা কৃষক সমিতির সভাপতি ওপ্রাক্তন বিধায়ক ভক্তরাম পান ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য এবং পার্টির হুগলী জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষের হাতে– এছাড়াও কমরেড কমরেড ভক্তরাম পান চন্ডীতলা-২ এরিয়া কমিটির তহবিলের জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন ওই এরিয়া কমিটির সদস্য এবং জেলা কমিটির সদস্য কমরেড জগন্নাথ ঘোষের হাতে।
জয়দেব ঘোষঃ-জয়রামপুর সানি এথেলেটিক্স এর পরিচালনায় আজ আবার রক্তদান করলেন প্রাথমিক শিক্ষক তথা ABPTA রাজা রামমোহন চক্রের নেতৃত্ব কিরণময় নন্দী । তার কথায় “১৮ বার এই সুযোগ পেয়েছি জীবনে রক্তদান করার জন্য। আবার ৪-৫ মাস অপেক্ষা। তারপর আবার এই মহান সুযোগ। ধন্যবাদ সানি এথেলেটিক্স এর সকল সদস্যদের। আপনাদের এই কর্মকান্ড সুদূর প্রসারী হোক। বাঁচুক অনেক রোগী।” অভিনন্দন জানাই তার এই ভাবনাকে।
বাঁশবেড়িয়াতে কার্ত্তিক পুজো উপলক্ষে বুক ষ্টল উদ্বোধন করে বক্তব্য রাখছেন কমরেড শ্রুতিনাথ প্রহরাজ।১৯/১১/২১ তারিখ পর্যন্ত বিকেল ৫.৩০ থেকে ৯টা বুকস্টল খোলা থাকবে (বাঁশবেড়িয়া বেলতলা যুব অফিসের সামনে)।
সুব্রত দাশগুপ্তঃ-আজ কামাড়পাড়া বেলতলায় প্রগতিশীল সাহিত্যকেন্দ্রের উদ্বোধন করেন ডঃ শ্রুতিনাথ প্রহরাজ।